সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছঘণ্টা তল্লাশির পর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং অফিস থেকে কার্যত শূন্য হাতেই ফিরল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিছুই বাজেয়াপ্ত করেনি বলেই দাবি বিধায়কের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঙ্কার মদন মিত্রের। ফিল্মি কায়দায় কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “পাঠান আভি জিন্দা হ্যায়।” সিবিআই সামলে সটান অভিষেকের ধরনা মঞ্চে যোগ দেন মদন মিত্র।
মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে আমার বাড়ি। আর সামনে মণ্ডপ। মা দুর্গা আসা সিবিআই-ইডি ঠেকাতে পারবে না। যা যা জানতে চেয়েছে বলেছি। শুনেছি ওরা দক্ষিণেশ্বরের বাড়িতেও গিয়েছে। প্রথমত বলে রাখি যখন চাকরিগুলো হয়েছে তখন বিধায়ক ছিলাম না। জেল হেফাজতে ছিলাম। জেল হেফাজতে থাকাকালীন কী করে নিয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করব?
দক্ষিণেশ্বরে আমার অফিস। সেখানে বিধায়ক না থাকলেও, একজন পিওন বসে থাকেন। কেউ কেউ এসে চাকরির কথাও বলেন। আমাকে কাগজ দিতে বলেন। কাগজ দিয়ে যায়। যেমন কোনও বাচ্চা দেখা করতে এলে আমরা চকোলেট দিই। তেমনই কেউ চাকরির আবেদন নিয়ে এলে ডান্ডা মেরে তাড়া করতে পারি না। নথি থাকলেও চাকরি হয়েছে কিনা, আমার হাত ছিল কিনা, তার প্রমাণ আছে? ধরে নিচ্ছি আমার অফিসে ১ হাজার কাগজ আছে, ১ জন চাকরি পেয়েছেন, তাহলে তাঁকে জেরা করা হোক টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা।”
সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন বলেই দাবি মদন মিত্রের। তিনি বলেন, “সিবিআই, ইডি যতবার ডাকবে, উত্তর দেব। কিন্তু একসময় প্রশ্ন করব। বলব বাইরে গিয়ে বিবৃতি দিন, মদন মিত্রের মতো সাচ্চা নেতা নেই।” রীতিমতো রসিকতার সুরে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “সিবিআই হল স্ট্যাটাস সিম্বল। সিবিআই আমাকে ভালোবাসে। ওরা জানে এখানে আসলে এতগুলো ক্যামেরা আসবে। আমি হাঁটলেই ৫০টা গোপিনী হাঁটবে। ‘ও লাভলি’ ছবিটা দেখেছে কিনা জিজ্ঞেস করলাম। আফশোস হচ্ছে ভাল করে খাওয়াতে পারলাম না। পাঠান আভি জিন্দা হ্যায়। টাইগার আভি মরা নেহি।” সব শেষে ‘ইন্ডিয়া’ জোটের কথা উল্লেখ করে মদন বলেন, “মোদি যা রাহা হ্যায়, ইন্ডিয়া আ রাহা হ্যায়।”
দেখুন ভিডিও:
সাড়ে ৫ ঘণ্টা সিবিআই তল্লাশির ধাক্কা সামলে অবশ্য এদিনই বাড়ি থেকে তিনি সোজা চলে যান রাজভবনের সামনে, যেখানে ১০০ দিনের কাজের বঞ্চিতদের নিয়ে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলে তাঁকে স্বাগত জানান। অভিষেকের সঙ্গে হাসিমুখে একান্ত আলাপচারিতায় দেখা গেল কামারহাটির জনপ্রিয় বিধায়ককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.