বিধানসভায় মদন মিত্র। নিজস্ব চিত্র।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তিনি অসুস্থ। শরীর ভেঙেছে, ভেঙেছে একাধিক হাড়। তবু কর্তব্যের ভারে বিধানসভায় হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ৪ ডিসেম্বরের পর বাজেট অধিবেশনে এই প্রথম বিধানসভায় এলেন মদন। সেখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল বর্ষীয়ান তৃণমূল নেতার গলায়।
দু’মাস পর বিধানসভায় এলেও অসুস্থতার জন্য বেশিক্ষণ ছিলেন না মদন। আসলে বিধায়কদের বিধানসভায় এসে সই করতেই হয়। এদিন খাতা আনিয়ে সই করেই মেডিক্যাল পরীক্ষার জন্য বেরিয়ে যান কামারহাটির বিধায়ক। বস্তুত মদন মিত্র শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নন। হাঁটতেও অসুবিধা হচ্ছে তৃণমূল (TMC) বিধায়কের। কথা বলছেন নীচু স্বরে। শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে, মদন তাৎপর্যপূর্ণভাবে বলছেন,”আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “উপরে ভগবান, আর নিচে মমতা। এই নিয়েই আছি।”
মদনের এই ‘কাঁটার মুকুট’ মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। আসলে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন মদন। রাজনৈতিক মহলে জল্পনা, আর হয়তো বেশিদিন সক্রিয় রাজনীতি করাটা তাঁর পক্ষে সম্ভব হবে না। তাছাড়া, সাম্প্রতিক অতীতে রাজনীতিতে বহু উত্থান পতনও দেখেছেন তিনি। সেসবও এই মন্তব্যের কারণ হতে পারে।
যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সাম্প্রতিক অতীতে যেভাবে ইডি-সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে বিরক্ত মদন। তিনি মনে করছেন, দীর্ঘদিন জনসেবা করার পর এভাবে ইডি-সিবিআই দিয়ে বাধাদান কাম্য নয়। সেই বিরক্তি থেকেও এই মন্তব্য করতে পারেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.