রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পার্টির কর্মী ও সমর্থকদের বিভ্রান্তি দূর করতে বাংলার নির্বাচনী রণকৌশল স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর সাফ কথা, বাংলায় ইন্ডিয়া (INDIA) জোটের নামে লোকসভা ভোট হবে না। লোকসভায় একই সঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়বে বামেরা। সেলিমের ইঙ্গিত, পুজোর পরই কংগ্রেস এবং আইএসএফের (ISF) সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করবে সিপিএম।
ইন্ডিয়া জোটে অংশ নেওয়া, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে রণকৌশল, এসব নিয়ে সিপিএম কর্মীদের অন্দরে বিস্তর বিভ্রান্তি রয়েছে। সেই বিভ্রান্তি দূর করতে সোশাল মিডিয়ায় ‘যুক্তি-তক্কো-গপ্পো’ নামের একটি অনুষ্ঠান শুরু করেছে সিপিএম। যার প্রথম পর্ব শনিবার সম্প্রচারিত হয়েছে সিপিএমের ফেসবুক পেজে। ওই অনুষ্ঠানে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর মহম্মদ সেলিম দিয়েছেন। তাতেই তিনি জানান, বাংলায় ইন্ডিয়া জোটের ব্যানারে ভোট হবে না। ভোটে লড়াই হবে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) দুই দলের বিরুদ্ধেই।
সেলিমের বক্তব্য, সিপিএম (CPIM) মনে করে ‘ইন্ডিয়া’ একটি ‘ব্লক’। এটি কোনও নির্বাচনী জোট নয়। সুতরাং এই ব্লকের সব দলের মধ্যে আসন সমঝোতা হতেই হবে তার কোনও মানে নেই। সিপিএমের রাজ্য সম্পাদক সাফ বলছেন,”ইন্ডিয়ার নামে ভোট হবে না বাংলায়। বাংলায় তৃণমূল, বিজেপি উভয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে!”
সেই সঙ্গে সেলিমের ইঙ্গিত বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে আইএসএফ ও কংগ্রেসের সঙ্গেই সমঝোতা করতে চায় সিপিএম। পুজোর পরই সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হবে। সেলিম জানান, এখনও আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা হয়নি। বামপন্থী দলগুলির মধ্যেও কোনও আলোচনা হয়নি। কংগ্রেস, আইএসএফ সকলের সঙ্গেই পুজোর পর আলোচনা শুরু হবে। অর্থাৎ সেলিম রাজ্যে কংগ্রেস এবং আইএসএফকে নিয়ে আলাদা একটি নির্বাচনী সমঝোতা চাইছেন। আর তাতে তৃণমূলের জায়গা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.