Advertisement
Advertisement

Breaking News

নেতাজিকে জন্মদিনে শ্রদ্ধা, নতুন গান লক্ষ্মীরতনের

কিশোর কুমার ও পুজোর গানের পর এটা তিন নম্বর গান।

 LR Shukla brings new video in birthday
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:January 22, 2019 9:44 pm
  • Updated:January 22, 2019 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ক হিসেবে এখন অনেকটাই পরিণত। ভিডিও অ্যালবামে আরও স্বচ্ছন্দ। কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়েছিলেন। পুজোতেও ঢাকের তালে কোমর নাচিয়ে বের করেছিলেন ভিডিও মিউজিক। এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে গান বের করলেন লক্ষ্মীরতন শুক্লা। গানের নাম ‘তুমি আমাদের নেতাজি সুভাষ’।

ক্রিকেটার হিসেবে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন। ভেঙেছেন অনেক রেকর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপর হঠাৎ ক্রিকেট থেকে অবসর। ভোটে দাঁড়ান শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র লক্ষ্মী। এবার ধারাবাহিকভাবে গানের অ্যালবাম বের করছেন প্রাক্তন ক্রিকেটার। কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও গান তৈরি করেন। মুহূর্তের মধ্যে গানটি জনপ্রিয় হয়ে যায়। তারপর পুজোর গানটিও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে। এবার দেশের প্রিয় নেতা সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আরও একটি গান নিয়ে এলেন লক্ষ্মী।

Advertisement

নেতাজি নিয়ে মানুষের ভালবাসা ও দেশপ্রেম কতটা থাকতে পারে, সেটাই দেখাতে চাইলেন লক্ষ্মী। নেতাজির জীবনবোধ যেন ছোটদের আদর্শ হয়, গানের মাধ্যমে সেটাই বলতে চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গানটির কথা ও সুর দিয়েছেন সুজয় গোস্বামী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement