Advertisement
Advertisement
Mamata Banerjee

মমতার শপথ: নিরাপত্তা অধিকর্তা পদে ফিরলেন বিবেক সহায়, রাজ্য পুলিশেও রদবদল

বদল হল বাঁকুড়া, সুন্দরবন, চন্দননগরের পুলিশ সুপাররা।

Lot of Changes in state police department| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 5, 2021 10:14 am
  • Updated:May 6, 2021 9:00 am  

একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হ্যাটট্রিক তৃণমূলের। রাজ্য়ের মুখ্যমন্ত্রী পদে ফের মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে চাঙ্গা ঘাসফুল শিবির। কোভিড পরিস্থিতিতে একেবারে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিত হাতে গোনা কয়েকজন। রাজভবনে শপথ নেওয়ার পর গার্ড অফ অনারের মধ্যে দিয়ে নবান্নে প্রবেশ। এরপর মুখ্যমন্ত্রীর কাজ শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, বিশেষ দিনে মুখ্যমন্ত্রী কাজকর্মের যাবতীয় খুঁটিনাটি: 

সন্ধে ৭.৪০: রাজ্যের পুলিশে একাধিক রদবদল। বদল হল বাঁকুড়া, সুন্দরবন, চন্দননগরের পুলিশ সুপাররা। বিবেক সহায়কে রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদে পুনর্বহাল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সাসপেনশন তুলে নিল রাজ্য। এদিন একযোগে ২৭ আইপিএস আধিকারিককে বদল করা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীলকুমার যাদবকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এই জেলার বর্তমান পুলিশ সুপার ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ফেরানো হয়েছে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার তথা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়কেও। 

Advertisement

বিকেল ৫.১৬: পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে কম্পালসারিং ওয়েটিংয়ে পাঠাল রাজ্য সরকার। বদলে নতুন জেলাশাসক হচ্ছেন রাহুল মজুমদার।

বিকেল ৪.৪৬: সপ্তদশ বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আগামী শনিবার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন হবে। তার আগে কাল-পরশু বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। স্পিকার জানিয়েছেন, সমস্ত নবনির্বাচিত বিধায়কদের অরিজিনাল সার্টিফিকেট ও চার কপি করে পাসপোর্ট সাইজ ছবি আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেল ৪.৪৪: পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পান্ডেকে অপসারনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর বদলে  জেলাশাসক হচ্ছে  পূর্ণেন্দুকুমার  মাজি। পূর্ণেন্দুবাবু আগে রাজ্য শিল্প নিগমের সচিব ছিলেন। 

বিকেল ৪.১১: শপথগ্রহণের পরই শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়েই হাসপাতালে গেলেন তিনি। তাঁর কাছে কোভিড পরীক্ষার রিপোর্ট নিয়ে একাধিক অভিযোগও জানান অনেকে। দ্রুত কীভাবে রিপোর্ট দেওয়া যায়, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। শম্ভুনাথ পন্ডিত থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ হাসপাতালে যান।

দুপুর ২.২২: ভোট শেষ হতেই রাজ্য পুলিশের বিভিন্ন পদে ফিরলেন অফিসাররা। ফের রাজ্যের ডিজির দায়িত্বে বীরেন্দ্র। এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। ঘোষণা মমতার।

দুপুর ২.১৮: কোভিড মোকাবিলায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার থেকে বন্ধ লোকাল ট্রেন। মেট্রো ও অন্য়ান্য পরিবহণ চালু থাকবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। বিমানযাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।  দূরপাল্লার বাসে RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ২.১৩: রাজ্যে বাজার খোলার সময়সীমা বদল হল। বিকেল ৩ টে থেকে ৫ টার বদলে বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে বাজার, দোকান। ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে ২টো পর্যন্ত। বউবাজারে সোনার দোকান খোলা থাকবে দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত। জানালেন মুখ্যমন্ত্রী। 

দুপুর ২.১০: রাজ্যে করোনার দ্বিতীয় ডোজে জোর মুখ্যমন্ত্রীর। নবান্নে জরুরি বৈঠক সেরে সাংবাদিক বৈঠকে জানালেন। কোভিড শয্যা আরও বাড়ছে রাজ্যে। কেন্দ্রের থেকে ৩ কোটি টিকা চাওয়া হয়েছে। 

দুপুর ২.০৬: বৃহস্পতিবার নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ। প্রথমে কলকাতা, দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ।

দুপুর ২: কোভিড মোকাবিলায় কেন্দ্র থেকে আরও রেমডেসিভির চাইল রাজ্য সরকার। প্রতিদিন ১০ হাজার ওষুধ প্রয়োজন। জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। দেশবাসীকে বিনামূল্যে ফের করোনা টিকা দেওয়ার কথা উল্লেখ করলেন তিনি। 

দুপুর ১২.৩০: জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তারা। ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দিয়েছেন জেলাশাসকরাও। কোভিড মোকাবিলা নিয়ে আলোচনার সম্ভাবনা।

বেলা ১১.৪৭: মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে খোঁচা ধনকড়ের। রাজ্যপালের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। আজকের দিনে সরকারকে আক্রমণ, এর থেকে কুরুচিপূর্ণ কিছু হতে পারে না। বললেন সুব্রত মুখোপাধ্যায়।
সৌজন্য বিরোধী আচরণ, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

বেলা ১১.৩৩:তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ায় টুইটে মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেলা ১১.১৫: গার্ড অফ অনারের পর নিজের অফিসে প্রবেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় জরুরি বৈঠক। 

বেলা ১১.১০: নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। তাঁকে গার্ড অফ অনার দিচ্ছে কলকাতা পুলিশ।

বেলা ১১.০৩: রাজভবনে চা চক্রে বেশিক্ষণ থাকলেন না, বেরিয়ে নবান্নের পথে মুখ্যমন্ত্রী।

সকাল ১০.৫৬: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন রাজ্যপালের। ‘ছোট বোন’ বলে তাঁকে সম্বোধন করলেন ধনকড়। তবে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসা নিয়ে সরব হলেন তিনি। 

সকাল ১০.৫৩: সকলকে ধন্যবাদ। রাজ্যপাল, বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী। প্রথম কাজ কোভিড মোকাবিলা, ফের জানালেন মমতা। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আবেদন তাঁর। আজ থেকে তিনি নিজেই আইনশৃঙ্খলার দিকে নজর রাখবেন, জানালেন মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ নিতে পিছপা হবেন না, বার্তা মমতার।

সকাল ১০.৫০: মমতাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথের পর সই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সকলে জানালেন শুভেচ্ছা।

সকাল ১০.৪৩: থ্রোনরুমে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানালেন। বেজে উঠল জাতীয় সংগীত। 

সকাল ১০.৩৮: রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড় থ্রোন রুমে গিয়ে শুভেচ্ছা জানালেন মমতাকে।

সকাল ১০.৩৫: রাজভবনে গেলেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এখনও অনুপস্থিত সিপিএম, বিজেপির প্রতিনিধিরা।

সকাল ১০.৩০: শপথ ভাষণ লিখিত আকারে হাতে পেলেন মমতা। অনুষ্ঠানের আগে তা একবার পড়ে নিচ্ছেন।

সকাল ১০.২১: রাজভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

সকাল ১০.১৬: রাজভবনে সুব্রত বক্সী, তারকা সংসদ দেব, নাদিমূল হক, সৌগত রায়ও।

সকাল ১০.১১: কালীঘাটের বাড়ি থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়িতে রাজভবনের পথে তৃণমূল নেত্রী। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। 

সকাল ১০.০২: পৌঁছেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। 

সকাল ৯.৪৫: রাজভবনে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, শতাব্দী রায়রা। মমতার শপথ অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রিত। 

সকাল ৯.৩০: মমতার শপথের দিনই রাজ্যজুড়ে ধরনা কর্মসূচি বিজেপির। হেস্টিংস, গান্ধীমূর্তির পাদদেশে ধরনার অনুমতি দিল না পুলিশ। মোট তিন জায়গায় ধরনার অনুমতি না মেলায় সদর দপ্তরেই ধরনার সিদ্ধান্ত নেতৃত্বের। থাকতে পারেন জেপি নাড্ডাও।  

সকাল ৯.২৫: শপথ নিয়েই নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি বৈঠক করার কথা তাঁর। তৃতীয়বারের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত নবান্নও। চলছে স্যানিটাইজেশনের কাজ। 

সকাল ৯.১৪: মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান ঘিরে সেজে উঠছে রাজভবনও। আরও আঁটসাঁট নিরাপত্তা। রাজভবনের সামনে মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী।

সকাল ৯: তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাড়ির সামনে সাজ সাজ রব।  ভিড় জমিয়েছেন অসংখ্য অনুরাগী।

[আরও পডুন: বিজেপি নেতা তথাগতর ‘নগরীর নটী’ মন্তব্যে শ্রাবন্তীদের পাশে দাঁড়িয়ে জবাব নুসরত-শ্রীলেখার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement