Advertisement
Advertisement
November

নভেম্বর যেন ছুটির মাস! কত দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

নভেম্বরে মাসের ছুটির তালিকা এক নজরে।

Long Vacation for WB Govt workers in November
Published by: Paramita Paul
  • Posted:October 30, 2024 5:00 pm
  • Updated:October 30, 2024 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে লম্বা ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নভেম্বর মাসজুড়েও ছুটির মেলা! লম্বা উইকেন্ডের পাশাপাশি রয়েছে একাধিক পুজোর ছুটিও। নভেম্বরে মাসের ছুটির তালিকা এক নজরে।

চলতি মাসের শেষদিন অর্থাৎ ৩১ অক্টোবর কালীপুজো। ফলে সেদিন ছুটি থাকছে সরকারি অফিস। কালীপুজোর পরদিন অর্থাৎ ১ নভেম্বরও পুজো উপলক্ষে ছুটি দিয়ে রেখেছে নবান্ন। তার পর শনি ও রবিবার। ছুটি থাকছে। রবিবার আবার ভ্রাতৃদ্বিতীয়া। সেই উপলক্ষে সোমবারও ছুটি দিয়েছে সরকার। অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Advertisement

দুদিন অফিস করার পরই ফের ৭ নভেম্বর বৃহস্পতিবার ছটপুজোর ছুটি রয়েছে। পুজো উপলক্ষে ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবারও ছুটি দিয়েছে সরকার। এর পর আবার শনি ও রবিবার। ফলে আবার ৭-১০ নভেম্বর আবার টানা ছুটি রয়েছে। আবার ১৫ নভেম্বর শুক্রবার গুরুনানকের জন্মদিন। ফের শুক্রবার, শনিবার ও রবিবার পর পর তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর পর আর সপ্তাহান্ত ছাড়া আরও কোনও ছুটি নেই। 

ডিসেম্বরে প্রথমদিন অর্থাৎ ১ তারিখও রবিবার। ছুটি থাকছে ওইদিন। এছাড়া ২৫ ডিসেম্বর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement