Advertisement
Advertisement
Lok Sabha Vote 2024

দ্বিতীয় দফায় আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ, ডায়মন্ড হারবারে প্রার্থী নন নওশাদ

বসিরহাটে প্রার্থী বদল করল আইএসএফ।

Lok Sabha Vote 2024: Nawsad Siddique will not contest 2024 Lok Sabha election
Published by: Sayani Sen
  • Posted:April 4, 2024 7:19 pm
  • Updated:April 4, 2024 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের। বৃহস্পতিবার ৫টি লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ। বসিরবহাটের প্রার্থীর নাম বদল করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কে কোন কেন্দ্রের প্রার্থী।

হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে সকলেরই নজর রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে। আর থাকবে নাই বা কেন, সেখানকার তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের ‘সেনাপতি’। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার হুঙ্কার দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল সেই হুঙ্কারই সার। ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়ছেন না নওশাদ। সেখানে আইএসএফের হয়ে ভোটে লড়ছেন মজনু লস্কর। তিনি পেশায় আইনজীবী।

Advertisement

ISF

[আরও পড়ুন: ভোটের মুখে রাইমাকে হুমকি! ‘সুচিত্রার নাতনি হয়েও প্রোপাগান্ডা ছবিতে কেন?’ চিন্তায় সেন পরিবার]

এদিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি রাজনৈতিক ইনিংসের পাশাপাশি অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়া রয়েছেন সিপিএমের সৃজন ভট্টাচার্য। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি অধ্যাপক। তাঁদের প্রতিপক্ষ হিসাবে ভোটে লড়েছেন আইএসএফের প্রার্থী নুর আলম খান। তিনি পেশায় আইনজীবী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী ডঃ মোজাম্মেল হক। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তৃণমূলের শাজদা আহমেদের বিপক্ষে লড়ছেন আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের অধ্যাপক।

বারাকপুরে বিজেপির অর্জুন সিং এবং তৃণমূলের পার্থ ভৌমিকের জোরদার লড়াই। সেখানে আইএসএফের হয়ে লড়ছেন জামিল হোসেন। তিনিও পেশায় আইনজীবী। এদিকে, বসিরহাটে প্রার্থীর নাম বদল করা হয়েছে। সেখান থেকে লড়ছেন আক্তার আলি বিশ্বাস। পারিবারিক কারণে ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন মহম্মদ শাহিদুল ইসলাম মোল্লা। এছাড়া ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। সেখানে প্রার্থী মহম্মদ মুর্শিদুল আলম। তবে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 

[আরও পড়ুন: দাদা রিহ্যাবে, সংসার খরচ নিয়ে বউদির সঙ্গে অশান্তি! রোষেই খুন দেওরের? ওয়াটগঞ্জ হত্যাকাণ্ডে নয়া তথ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement