Advertisement
Advertisement
Lok Sabha Polls 2024

স্টার ভ্যালু নয়, ময়দানের লড়াকুরাই মমতার ‘তুরুপের তাস’

গ্ল্যামারের পরিবর্তে লোকসভায় মমতার ভরসা পোক্ত রাজনীতিকরা?

Lok Sabha Polls 2024: Dev, Rachana, Yusuf in TMC's star studded candidate list
Published by: Sandipta Bhanja
  • Posted:March 10, 2024 4:00 pm
  • Updated:March 11, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত লোকসভা হোক কিংবা একুশের বিধানসভা ভোট তৃণমূলের প্রার্থীতালিকা ছিল গ্ল্যামারাস। তবে চব্বিশের লোকসভার (Lok Sabha Polls 2024) প্রার্থীতালিকায় তারকামুখের থেকে পোক্ত রাজনীতিক কিংবা ময়দানের লড়াকুদের উপরই ভরসা রাখলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা গেল, এবারের নির্বাচনে বাংলার শাসক শিবিরের প্রার্থী তালিকায় দুই বড় চমক- রচনা বন্দ্যোপাধ্যায় এবং ইউসুফ পাঠান।

সিনেদুনিয়ার পাশাপাশি ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও ঠাঁই পেয়েছেন মমতার প্রার্থী তালিকায়। রচনা যে লোকসভা ভোটের প্রার্থী হতে চলেছেন, সংবাদ প্রতিদিন ডিজিটাল আগেভাগেই সেকথা জানিয়েছিল। ব্রিগেডের মঞ্চে সেই খবরেই সিলমোহর পড়ল। জোড়াফুলের টিকিটে হুগলি থেকে লড়ছেন ‘দিদি নম্বর ওয়ান’। সেই প্রেক্ষিতে হুগলিতে এবার মেগাফাইট। বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ‘স্টার’ মিমি চক্রবর্তীর পরিবর্তে তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের উপর আস্থা রেখেছেন ‘দিদি’। যিনি একুশের বিধানসভা ভোটের সময় প্রচারের ময়দানে আদা-জল খেয়ে নেমেও পরাস্ত হয়েছিলেন। তবে সায়নীর নিষ্ঠা বিফলে যায়নি। তারই উপহার যাদবপুর কেন্দ্রের প্রার্থীপদ।

Advertisement

CM Mamata Banerjee shares experience of shooting 'Didi No 1'

একুশের বিধানসভায় মেদিনীপুর থেকে লড়ে বিধায়ক হয়েছিলেন জুন মালিয়া। তবে এবার দলনেত্রী মমতার আশীর্বাদধন্যা অভিনেত্রী সেই কেন্দ্র থেকেই সাংসদ পদের লক্ষে লড়তে চলেছেন। মিমি চক্রবর্তী কিংবা নুসরত জাহান প্রার্থীতালিকা থেকে বাদ পড়লেও ‘দিদি’র ‘গুডবয়’ দেবকে সেই ঘাটল থেকেই প্রার্থী ঘোষণা করা হল। হাজার হোক, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য টলিউড সুপারস্টার সংসদে দাঁড়িয়ে বারংবার সরব হয়ে স্টার রাজনীতিকদের ‘মৌন মহরাজ’ তকমাও ঘুচিয়ে দিয়েছিলেন। তাছাড়া, দেবের মতো হেভিওয়েট স্টার ভোটবাক্স ভারী করার অস্ত্র। এবার জিতলে সাংসদ হিসেবে হ্যাট্রিক করবেন তিনি। বীরভূম থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেত্রী শতাব্দী রায়। বিগত কয়েক বছর ধরেই রাজনীতির ময়দানে সক্রিয় তিনি। অন্যদিকে আসানসোল কেন্দ্র জেতার তৃণমূলের তুরুপের তাস শত্রুঘ্ন সিনহা।

[আরও পড়ুন: লোকসভায় বাদ নুসরত জাহান, কেন ‘নিষ্প্রভ’ তারকা?]

Lok Sabha 2024: Yousuf Pathan joins TMC in Brigade Rally

এছাড়াও ইউসুফ পাঠানের মতো তাবড় ভারতীয় ক্রিকেটারের নামও রয়েছে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায়। বহরমপুর কেন্দ্রের লড়ছেন তিনি। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের স্টার প্রার্থী কীর্তি আজাদ। প্রার্থীপদ পাওয়ার পরই ব্রিগেডের মঞ্চ থেকে মোদিকে বিঁধে বার্তা দেন প্রাক্তন ভারতীয় ক্রিয়েটার। এদিকে দিন কয়েক আগেই রায়গঞ্জের IG পদ থেকে ইস্তফা দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। যিনি টেলিপর্দার বেশ জনপ্রিয় মুখ। তখন থেকেই জল্পনার সূত্রপাত যে, জোড়াফুলের টিকিটে লোকসভা প্রার্থী হচ্ছেন প্রসূন। রবিবার ব্রিগেডে তাতে সিলমোহর পড়ল। হাওড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল।

[আরও পড়ুন: বসিরহাটের কঠিন পিচে বিজেপির বাজি শামি! ফ্যাক্টর হবে সন্দেশখালি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement