Advertisement
Advertisement
CV Anand Bose

‘লোগসভা’ পোর্টাল চালু ক্ষমতার সীমা অতিক্রম! বাংলার রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

অবিলম্বে রাজ্যপালের পোর্টাল বন্ধ হোক, চান তৃণমূল প্রতিনিধিরা।

Lok Sabha Election 2024: TMC moves EC against West Bengal Governor CV Anand Bose
Published by: Sucheta Sengupta
  • Posted:March 22, 2024 6:45 pm
  • Updated:March 22, 2024 6:58 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যজুড়ে অশান্তি এবং সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন‌্য ‘পিসরুম’ চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে একই উদ্দেশ্যে তাঁর নয়া উদ্যোগ ‘লোগসভা’ পরিষেবা। গত রবিবারই রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সময় যে কোনও নাগরিক [email protected] -এ মেল করে রাজ‌্যপালকে সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন। আর রাজ্যপালের এই উদ্যোগকে সমান্তরাল নির্বাচনী পদ্ধতি বলে উল্লেখ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল (TMC) । এই উদ্যোগ নির্বাচন কমিশনের কার্যক্রমে বাধাদান বলেও অভিযোগ শাসকদলের।

লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই বাংলার বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ তুলেছে রাজভবনের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেসব দেখে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজভবনেই সাধারণ মানুষের সহায়তার কথা ভেবে খোলা হবে পোর্টাল। এর পর ১৬ মার্চ নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। আর ১৭ তারিখই রাজভবনে চালু হয় ‘লোগসভা পোর্টাল’। রাজ্যপাল জানান, সাধারণ মানুষ এই পোর্টাল মারফত অভিযোগ জানাতে পারবেন। তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

Advertisement

[আরও পড়ুন: প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি]

আর এই বিষয়টি নিয়েই এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। ১২ পাতার একটি চিঠি জমা দেওয়া হয়েছে কমিশনে। তাতে লেখা হয়েছে, নির্বাচনের সময় মানুষের অভিযোগ এবং পরামর্শ শোনার জন্য রয়েছে কমিশন।  অন্য কোনও পোর্টালের দরকার কী? তাছাড়া সংবিধানে যেখানে স্পষ্ট বলা আছে, নির্বাচনে রাজ্যপালের কোনও ভূমিকা নেই। যখন কমিশনের তরফে তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হবে, তখনই তিনি এই ভূমিকা পালন করবেন। সেখানে বাংলার রাজ্যপাল ক্ষমতার আওতার বাইরে গিয়ে কাজ করছেন বলে অভিযোগ  তৃণমূলের। রাজ্যপালের ‘লোগসভা’ পোর্টাল বন্ধের আর্জি করেছেন তৃণমূলের প্রতিনিধিরা।

[আরও পড়ুন: লোকপালের নির্দেশ পেয়েই মহুয়ার বিরুদ্ধে FIR সিবিআইয়ের, চাপ বাড়ল তৃণমূল প্রার্থীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement