Advertisement
Advertisement
Tapas Roy

আচমকা শশী পাঁজার বাড়িতে তাপস রায়, কী কথা হল?

সাক্ষাৎ নিয়ে কী বললেন শশী পাঁজা?

Lok Sabha Election 2024: Tapas Roy comes to Shashi Panja's house during election campaign
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 24, 2024 12:01 pm
  • Updated:April 24, 2024 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে প্রাক্তন সহযোদ্ধা শশী পাঁজার বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। প্রথমেই প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন তিনি। কথা বলেন, শশী পাঁজা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাঁকে অর্থাৎ পদ্মচিহ্নে ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার আর্জি জানান তিনি। জল খেয়ে পাঁজা বাড়ি ছাড়েন তাপস রায়।

Advertisement

দেশজুড়ে ভোটের মরশুম। একই ছবি বাংলাতেও। সকাল হতেই প্রচারে ঝাঁপাচ্ছেন প্রার্থীরা। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে প্রচারে বের হন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সোজা হাজির হন তাঁরই এলাকার বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। সঙ্গে ছিলেন তমোঘ্ন ঘোষ। শশী পাঁজা তাঁকে স্বাগত জানান। বাড়িতে প্রবেশের পর প্রথমে অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন তিনি। কথা বলেন, পরিবারের সকলের সঙ্গে। তাঁকে ভোট দেওয়ার আর্জি জানান।

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

এবিষয়ে শশী পাঁজা বলেন, “উত্তর কলকাতার বিজেপির প্রার্থী এসেছিলেন। উনি অজিত পাঁজার স্নেহধন্য। ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন। আমি দলের কাজেই ব্যস্ত ছিলাম। সামান্য কথা হয়েছে। জল পান করেছেন।” ওই সাক্ষাৎ প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, “উত্তর কলকাতার ১৫ লক্ষ ভোটার। সকলের কাছেই যাব। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব না।” প্রসঙ্গত, দিন দুয়েক আগে আচমকা আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছিলেন তাপস রায়। দেখা করেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিমান বসুর সঙ্গে। তাঁর কাছে আশীর্বাদ চেয়েছিলেন। বিমান বসু তাঁকে আর্শীবাদও করেছিলেন। যদিও স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে উত্তর কলকাতায় বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী রয়েছেন। তাঁর হয়েই লড়াই করবে লাল পার্টি।

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement