সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল (TMC)। রবিবার ব্রিগেড থেকে ভোটযুদ্ধের কৌশল স্থির করার পাশাপাশি এনআরসি থেকে খলিস্তান বিতর্ক, বিচারব্যবস্থা – সব নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “বিচারব্যবস্থার কাছে হাতজোড় করছি। মানুষ আপনাদের কাছে বিচারের জন্য যায়। কোনও দলের হয়ে কাজ করবেন না।” তাঁর এহেন মন্তব্যের নিশানা সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে।
বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক মামলায় তৃণমূলকে প্রতি পদক্ষেপে আক্রমণ করেছেন ‘জাস্টিস গঙ্গোপাধ্যায়’। তার মাঝে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আদালত কক্ষ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক ইনিংস শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটে ব্রিগেডের ‘জনগর্জন সভা’ থেকে বিচারপতিদের উদ্দেশে বার্তা দিয়ে বিচারব্যবস্থার মূল কথা মনে করালেন তৃণমূল নেত্রী। কারণ, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের অনেক পর্যবেক্ষণ ও রায় বিজেপি প্রভাবিত বলে ইতিমধ্য়েই অভিযোগ উঠেছে। সেই কারণেই মমতার এই বার্তা বলে মনে করা হচ্ছে। আর ব্রিগেড সমাবেশ থেকে তাঁর এই বার্তা নিঃসন্দেহে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.