ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝে নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।” তাঁর এই মন্তব্য নিয়ে নানা স্তরে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর পালটা দিলেন। বৃহস্পতিবার বউবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে তিনি বললেন, ”ওঁর এই মন্তব্যের অর্থ আমি ঠিক বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।”
আগামী ১ জুন রাজ্যের নটি কেন্দ্রের মধ্যে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) হবে কলকাতা উত্তর কেন্দ্রে। এখান থেকে শাসকদল তৃণমূলের প্রার্থী বেশ কয়েকবারের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তাঁর হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বড়বাজারে নির্বাচনী জনসভা থেকে তিনি সুদীপকে ভরিয়ে দিলেন প্রশংসায়। তাঁর জেলযাত্রা নিয়ে মমতার স্পষ্ট বক্তব্য, ”সুদীপদাকে শুধু শুধু জেলে ভরে রেখেছিল। কোনও কারণ ছিল না। তাঁর নামে এত খারাপ খারাপ কথা বলেছে! কিন্তু কী লাভ হল? সুদীপদা নিজের জনপ্রিয়তায় সাংসদ হয়েছেন। আগামী দিনে সুদীপদা আর ভোটে দাঁড়াবেন কিনা জানি না, তাই বলছি, এবার আপনারা সুদীপদাকে ভোট দেবেন। কারণ, তিনি প্রথমদিন থেকে উত্তর কলকাতার এই মাটিকে ভালোবেসে রাজনীতির লডা়ইটা করেছেন।”
এই কেন্দ্রের লড়াই এবার জমজমাট অন্য কারণে। বিজেপির (BJP) পাখির চোখ এবার কলকাতা উত্তর (Kolkata Uttar)। তৃণমূলের বিধায়ক তাপস রায় ভোটের ঠিক আগে দলবদল করে গেরুয়া শিবিরে গিয়ে প্রার্থী হয়েছেন। তাঁর মূল লড়াই একদা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই চব্বিশের ভোটে এই কেন্দ্রে একেবারে সমানে সমানে টক্কর। শোনা গিয়েছে, তাপস রায়ের সমর্থনে আগামী ২৮ তারিখ কলকাতা উত্তরে রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদি। তার পরেরদিন দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর তার মাঝেই প্রধানমন্ত্রীর ‘জন্মবৃত্তান্ত’ নিয়ে মমতার জবাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.