Advertisement
Advertisement

Breaking News

CRPF Jawan

খাস কলকাতায় তরুণীর ‘শ্লীলতাহানি’, হাতেনাতে পাকড়াও CRPF জওয়ান

ভোটের ডিউটি সেরে ফেরার পথে সিআরপিএফ জওয়ান শ্লীলতাহানি করেন বলেই অভিযোগ।

Lok Sabha Election 2024: CRPF jawan allegedly molests two women in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:June 3, 2024 9:25 am
  • Updated:June 3, 2024 1:41 pm

অর্ণব আইচ: হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর এবার খাস কলকাতা। ফের সিআরপিএফ জওয়ানের(CRPF Jawan) বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। ভোটের ডিউটি সেরে ফেরার পথে সিআরপিএফ জওয়ান বাড়িতে ঢুকে তরুণীর শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে চিৎপুর থানার পুলিশ ওই সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তীব্র নিন্দায় সরব তৃণমূল। 

জানা গিয়েছে, বারুইপুরে ভোটের(Lok Sabha Election 2024) ডিউটি ছিল ওই জওয়ানের। ভোটের ডিউটি সেরে রবিবার রাতে কলকাতা স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে বিশেষ ট্রেনে ফিরে যাওয়ার কথা ছিল। তবে অভিযোগ, ওই জওয়ান স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে দরজা খোলা রেখে দুই বোন ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়েন ওই সিআরপিএফ জওয়ান। অভিযোগ, অশ্লীলভাবে তরুণীকে জওয়ান স্পর্শ করেন। ঘুম ভেঙে যায় তাঁদের। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি ভয় দেখাবে, কিন্তু গণনা শেষ হওয়া পর্যন্ত থাকুন’, কর্মীদের উজ্জীবিত করলেন অভিষেক]

প্রতিবেশীরা জড়ো হয়ে যান। সিআরপিএফ জওয়ানকে ঘিরে ধরেন। তাঁকে ধরে চিৎপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, সিআরপিএফের তরফে এই অভিযোগ খতিয়ে দেখতে এক আধিকারিককে পাঠানো হয়েছে। জওয়ান দোষী হলে, তাঁর বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এর আগে পঞ্চম দফার ভোটের আগে হাওড়ার উলুবেড়িয়ায় বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটিতে আসা আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে হুগলির জাঙ্গিপাড়ায়। ষষ্ঠ দফার ভোটে ডেবরাতেও প্রায় একই অভিযোগ ওঠে। বাড়িতে গিয়ে বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। তিনটি ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় উঠল একই অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল। X হ্যান্ডেলে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল।  “অমিত শাহ চুপ কেন”, প্রশ্ন শাসক শিবিরের।

[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ