রূপায়ণ গঙ্গোপাধ্যায়: INDIA জোটে থাকলেও তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখতে সমন্বয় কমিটিতে সিপিএম না থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর উলটো পথেই হাঁটছে বাম শরিক সিপিআই। সর্বভারতীয় প্রেক্ষাপটের কথা বিচার করে জাতীয় স্তরে INDIA জোটের সমন্বয় কমিটিতে থাকারই সিদ্ধান্ত নিল সিপিআই (CPI)। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সিপিআইয়ের জাতীয় পরিষদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিআই নেতৃত্ব বলছে, তাদের কাছে সর্বভারতীয় প্রেক্ষাপটই বেশি গুরুত্বপূর্ণ। সিপিআইয়ের জাতীয় পরিষদের এক সদস্যের কথায়, ‘‘দেশ থেকে বিজেপিকে হঠানো মূল লক্ষ্য। তাই জোটের সমন্বয় কমিটিতে আমরা থাকছি।’’ কাজেই সিপিএমের (CPM) ‘ধরি মাছ, না ছুঁই পানি’ অবস্থানে যে বাম শরিক সিপিআই থাকতে রাজি নয়, সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে INDIA জোটের সমন্বয় কমিটিতে থাকার সিদ্ধান্ত নিয়ে।
সিপিআইয়ের এই সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে সিপিএম। তবে শুধু সিপিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বই নয়, এ রাজ্যের সিপিআই নেতারাও বিজেপিকে হঠানোর স্বার্থে INDIA জোটের সমন্বয় কমিটিতে থাকার পক্ষে। আগেই রাজ্য সিপিআই সমন্বয় কমিটিতে থাকার বিষয়টি জানিয়েছিল। এবার তা সিলমোহর পেল পার্টির শীর্ষ কমিটিতেও। বঙ্গ সিপিএম অবশ্য উলটো পথেই হেঁটেছে। বাংলার অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে INDIA জোট থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং কোনওভাবেই তৃণমূলের ‘ছোঁয়া’ পার্টির গায়ে লাগতে দেওয়া যাবে না, তাই থাকা যাবে না জোটের সমন্বয় কমিটিতে তৃণমূলের প্রতিনিধির সঙ্গে। বঙ্গ কমরেডকুলের শীর্ষ নেতাদের এহেন দাবিকে নতমস্তকে মেনে নিয়েছে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি পার্টির দুদিনের পলিটব্যুরোর বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে বাম শরিক সিপিআই যখন প্রধান গুরুত্ব দিচ্ছে বিজেপিকে দেশ থেকে সরাতে, সিপিএম অবশ্য তৃণমূলের ‘ছোঁয়া’ এড়াতে জাতীয় স্তরে জোট ধর্মকে কার্যত জলাঞ্জলি দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে প্রশ্ন উঠেছে, বাংলায় অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে না তো সিপিএম? কারণ, এ রাজ্যে সম্প্রতি একাধিক নির্বাচনে দেখা গিয়েছে, সিপিএমের ভোট চলে গিয়েছে বিজেপিতে। বাংলায় অধীর চৌধুরীদের সঙ্গে জোট বেঁধেও সম্প্রতি ধূপগুড়ির উপনির্বাচনে জামানত জব্দ হয়েছে বাম-কংগ্রেসের।
সিপিএম রাজ্য কমিটির বৈঠকে একথা স্বীকার করে নেওয়া হয়েছে যে, যেখানে মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই সেখানে মানুষ সিপিএমের উপর বিশ্বাস করছে না। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, INDIA জোটের ক্ষেত্রেও সিপিএমের এই দ্বিমুখী অবস্থান কার্যত বিজেপিকেই সুবিধা করে দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.