Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তো? সংশয়ে কমিশন কর্তারাও

প্রথম দফায় বাংলা ছাড়াও দেশের আরও ২০ রাজ্যের ৯৯টি কেন্দ্রে ভোট রয়েছে। এই দফাতেই সব থেকে বেশি আসনে ভোটগ্রহণ হচ্ছে। স্বাভাবিকভাবেই বিপুল সংখ‌্যক বাহিনী প্রয়োজন।

Lok Sabha 2024: Question Mark over the number of CAPF in first phase Election

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2024 1:42 pm
  • Updated:March 29, 2024 4:35 pm  

সুদীপ রায়চৌধুরী: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রথম দফায় রাজ্যের সব বুথে আদৌ কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে তো? সংশয়ে কমিশন কর্তারাই। কমিশন সূত্রের খবর, প্রথম দফায় রাজ্যের ৩ আসনে ভোটের জন্য যে পরিমাণ বাহিনী প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রক সেটা আদৌ পাঠাতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে।

বৃহস্পতিবার রাজ্যের অতিরিক্ত মুখ‌্য নির্বাচন আধিকারিক অরিন্দম বাগচী যে তথ্য দিয়েছেন সেই তথ‌্য অনুযায়ী, প্রথম পর্বে রাজ্যে আসা ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা (CAPF) বাহিনীর মধ্যে প্রথম দফায় নির্বাচন হতে চলা তিন কেন্দ্রে মোট ৩৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে যথাক্রমে ১৭, ৯ ও ১১ কোম্পানি বাহিনী রয়েছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ১৮ কোম্পানি আধা সেনা পাঠানো হচ্ছে। পরবর্তীতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এর পরও অবশ‌্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংশয় কাটছে না। বস্তুত সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণা সত্ত্বেও সেটা বাস্তবে আদৌ সম্ভব কিনা, তা নিয়ে কমিশন কর্তারা নিজেরাই সংশয়ী।

Advertisement

[আরও পড়ুন: ‘ছেলে হয়ে আমৃত্যু পাশে থাকব’, পিলিভিটকে খোলা চিঠি বিদায়ী সাংসদ বরুণ গান্ধীর]

কমিশনের (Election Commission) এক কর্তার কথায়, নিয়ম অনুযায়ী প্রতি বিধানসভা কেন্দ্রে ১৬ থেকে ১৮ কোম্পানি বাহিনী দরকার। সেই হিসাবে একটি লোকসভা আসনে ১১২ থেকে ১২৬ কোম্পানি বাহিনী প্রযোজন। ১৯ এপ্রিল প্রথম পর্বে যেহেতু তিনটি আসনে ভোট নেওয়া হবে, তাই ওই দিন সব বুথে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করতে হলে মোট ৩৩৬ থেকে ৩৭৮ কোম্পানি বাহিনী প্রয়োজন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কমিশন। আগামী দিনে আরও কিছু বাহিনী আসবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। তবে, কমিশনের ধারণা, সব মিলিয়ে সংখ‌্যাটা থাকবে ২৫০ কোম্পানির আশে পাশে। সে ক্ষেত্রে সব বুথে আধা সেনা মোতায়েন করা সম্ভব নয়। সেই ফাঁক পূরণ করাতে হবে রাজ‌্য পুলিশকে দিয়েই।

[আরও পড়ুন: শিব সেনার শিণ্ডে শিবিরে গোবিন্দা, ফের ভোটে লড়বেন ‘হিরো নম্বর ওয়ান’]

কমিশনের এক কর্তার কথায়, ‘‘প্রথম দফায় বাংলা ছাড়াও দেশের আরও ২০ রাজ্যের ৯৯টি কেন্দ্রে ভোট রয়েছে। এই দফাতেই সব থেকে বেশি আসনে ভোটগ্রহণ হচ্ছে। স্বাভাবিকভাবেই বিপুল সংখ‌্যক বাহিনী প্রয়োজন। সেক্ষেত্রে বাংলায় কত কোম্পানি প্রথম দুই দফায় আসবে, তা এখনই বলা যাচ্ছে না।’’ উল্লেখ‌্য, ২০১৯-এ আগের লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম দফার দুই আসনে ভোট নেওয়া হয়েছিল। সেই পর্বের জন্য ৮৪ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী কমিশন দিতে পারেনি। যদিও দুই আসনের সব বুথে আধা সেনা মোতায়েন করার জন‌্য প্রয়োজন ছিল কম বেশি ২৫০ কেম্পানি বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement