Advertisement
Advertisement
PM Modi

আজ রাজভবনে রাত্রিবাস মোদির, কাল তিন জনসভা

প্রধানমন্ত্রীর রাজ‌্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

Lok Sabha 2024: PM Narendra Modi to visit Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2024 8:36 am
  • Updated:May 2, 2024 11:58 am  

স্টাফ রিপোর্টার: ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওইদিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসার কথা প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা মোদির (Narendra Modi)। প্রধানমন্ত্রীর রাজ‌্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাল শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। মার্চের শুরুতেই কৃষ্ণনগর কলেজ মাঠে একটি সভা করেছিলেন। তাই এবার কৃষ্ণনগর লোকসভার তেহট্টতে সভা করার কথা রয়েছে মোদির। কৃষ্ণনগর আসনটিতে প্রচারে এবার জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই দুমাসের ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দুটি সভা করছেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের আঁচ! দিল্লিতে মহড়ায় ভারত-ইজরায়েলের জওয়ানরা]

কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় (Amrita Roy)। তিনি প্রার্থী হওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মতুয়া ভোটও বিজেপির লক্ষ্য।

[আরও পড়ুন: সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে দেশছাড়া, প্রথমবার মুখ খুললেন দেবেগৌড়ার নাতি

৩ মে একদিনের ঝটিকা নির্বাচনী সফরে বর্ধমান পূর্ব ও বোলপুরের বিজেপি (BJP) প্রার্থী যথাক্রমে অসীম সরকার ও পিয়া সাহার সমর্থনে সভা করার কথা রয়েছে মোদির। ওই দুটি কেন্দ্রেই বিজেপির লড়াই কঠিন। প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করিয়ে বর্ধমান পূর্ব এবং বোলপুরে হাওয়া তুলতে চান মোদি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement