Advertisement
Advertisement
PM Modi

দ্বিতীয় দফার ভোটের দিনই ফের রাজ্যে আসছেন মোদি, এবার নজরে সংখ্যালঘু অধ্যুষিত মালদহ

ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোট যেহেতু শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে, তাই তাঁর সভাগুলিও শুরু হয়েছে হয়েছে উত্তরবঙ্গে।

Lok Sabha 2024: PM Modi to visit West Bengal again

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 24, 2024 12:01 am
  • Updated:April 24, 2024 12:01 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দ্বিতীয় দফার ভোটের দিনই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কৌশলগতভাবে তিনি সভা করবেন দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে তার কাছেই। আগামী শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। ওই দিন প্রধানমন্ত্রী সভা করবেন উত্তর ও দক্ষিণ মালদহে।

একে তো মালদহ সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তাতে হিন্দু ভোটের মেরুকরণ করে ২০১৯-এ ভালো ফল করে বিজেপি। উত্তর মালদহে জয় পান বিজেপির খগেন মুর্মু। আর দক্ষিণ মালদহে সামান্য ব্যবধানে হারেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। এবারও ওই প্রার্থীদের সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে তাঁর নজরে থাকবে যে যে লোকসভায় শুক্রবার ভোট হবে সেই কেন্দ্রগুলিও।

Advertisement

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের(Lok Sabha 2024) প্রচারে বাংলায় সব মিলিয়ে ১৫টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে কয়েকটি সভা তিনি করেছেন। নির্বাচন ঘোষণার পরে কোচবিহার এবং জলপাইগুড়িতে দু’টি সভা হয়েছে তাঁর। তার পর বালুরঘাট কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়েও সভা করে গিয়েছেন তিনি। ওই দিন রায়গঞ্জেও সভা করেছেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোট যেহেতু শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে, তাই তাঁর সভাগুলিও শুরু হয়েছে হয়েছে উত্তরবঙ্গে। তাৎপর্যপূর্ণ ভাবে মোদির এই পর্বের সফরের জন্য বাছা হয়েছে দ্বিতীয় পর্বের ভোটের দিনটিকেই।

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

বিজেপি সূত্রের দাবি, আগামী দিনে দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে তাঁর সভা করার কথা। দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করতে পারেন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement