Advertisement
Advertisement
Lok Sabha 2024

বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় কেন নেই বাংলার নাম? ঢিলেমি নিয়ে প্রশ্ন দলেই

দ্বিতীয় তালিকা এখন প্রকাশ্যে না আসায় হতাশ বিজেপির নিচুতলার কর্মীদের একাংশ।

Lok Sabha 2024: BJP yet to announce second candidate list for WB
Published by: Subhajit Mandal
  • Posted:March 13, 2024 10:40 pm
  • Updated:March 13, 2024 11:37 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রথম দফায় ২০ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর উৎসাহ বেড়েছিল বিজেপি কর্মীদের। তৃণমূলের আগেই প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় ওই কেন্দ্রগুলিতে জোরকদমে প্রচারও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু গেরুয়া শিবিরের সেই উচ্ছ্বাস যেন ধীরে ধীরে বিষাদে পরিণত হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার তিনদিন পরও দ্বিতীয় দফার তালিকা আসেনি বিজেপির। সূত্রের দাবি, সেই তালিকা ঘোষিত হতে পারে বৃহস্পতিবার বা শুক্রবার।

কিন্তু দ্বিতীয় দফার তালিকা ঘোষণায় এত দেরি কেন? সূত্রের দাবি, রাজ্যের দ্বিতীয় তালিকা নিয়ে এখনও বেশ কিছু চিন্তাভাবনার জায়গা রয়েছে গেরুয়া শিবিরের। একাধিক আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা যায়নি। হয়, ওই কেন্দ্রগুলিতে কাকে প্রার্থী করা হবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। নাহয় কিছু কিছু প্রার্থীর কেন্দ্র বাছাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১০ দিনেই ‘ইউ টার্ন’! ভোটে লড়বেন ‘ললিপপ’ গায়ক পবন সিং, আসানসোলেই প্রার্থী? জোর জল্পনা]

বিজেপি সূত্র বলছে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত। শুধু দু’একটি কেন্দ্র নিয়ে এখনও আলোচনার জায়গা রয়েছে। তাছাড়া সমস্যার আরও একটা জায়গা হল, অর্জুন সিং। তাঁকে দলে নেওয়া নিয়ে বিজেপির অন্দরে এখনও দোটানা রয়েছে। দলে নেওয়া হলেও তিনি নিজে প্রার্থী হবেন নাকি তাঁর ছেলেকে টিকিট দেওয়া হবে সেটা নিয়েও সংশয় আছে। তাছাড়া কয়েকজন নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁদের কোন কেন্দ্রে প্রার্থী করা হবে সেটা এখনও চূড়ান্ত নয়।

[আরও পড়ুন: স্বস্তি দিল না হাই কোর্টও, মেটাতেই হবে ১০৫ কোটি, লোকসভার আগে বিপাকে কংগ্রেস]

এদিকে বিজেপির দ্বিতীয় তালিকা এখন প্রকাশ্যে না আসায় হতাশ নিচুতলার কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাওয়ায় দেওয়াল লেখা, প্রচারে নেমে পড়া এসব ক্ষেত্রে রাজ্যের শাসকদল অনেকটাই এগিয়ে গেল। যদিও বঙ্গ বিজেপি নেতৃত্বের আশ্বাস, শুক্রবারের মধ্যেই তালিকা প্রকাশ্যে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement