অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকি এবং মহম্মদ সেলিম। ফাইল ছবি।
রুপায়ণ গঙ্গোপাধ্যায়: কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি আগে পরিস্কার করে নিতে চাইছে সিপিএম। তার পর আইএসএফের (ISF) দাবি নিয়ে দরকষাকষি করতে চায় তারা। কংগ্রেসের ১২টি আসনের দাবি রয়েছে। এদিকে বামেদের জন্য আর অপেক্ষায় রাজি নয় আইএসএফ। বৃহস্পতিবারই প্রথম দফায় ১০-১২ আসনে প্রার্থী ঘোষণা করে দিতে চায় তারা।
কংগ্রেসের (Congress) দাবিদাওয়ার মধ্যে পুরুলিয়া, উলুবেড়িয়া, দার্জিলিং, দুই মালদহ, রায়গঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, বীরভূম, বারাকপুর, উত্তর কলকাতা ও বর্ধমানের দু’টি আসন অথবা বর্ধমানের একটি, আরেকটি রানাঘাট আসন। কিন্তু পুরুলিয়া আসন ছাড়বে না ফরওয়ার্ড ব্লক, আবার উলুবেড়িয়ার আসনটির দাবিদার আইএসএফ। ঘাটাল ও জয়নগর আসনটিও কংগ্রেসকে অন্য আসনের বিকল্প হিসেবে বলে রেখেছে সিপিএম। কিন্তু জয়নগর ছাড়বে না আরএসপি। ঘাটাল নিয়েও অনড় সিপিআই। ফলে সমস্যা মিটিয়ে কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন পরিষ্কার করেই আইএসএফের সঙ্গে চূড়ান্ত কথা বলতে চায় সিপিএম।
কংগ্রেস এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে, আইএসএফ নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করছে। সিপিএম (CPIM) তাদের খুব বেশি হলে তিনটি আসন ছাড়তে রাজি। কিন্তু নওশাদ সিদ্দিকির দল তিনটি আসনে নারাজ। প্রায় কুড়িটি আসনে এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে আইএসএফ। প্রথমে ১০ থেকে ১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে তারা। আগেই ৮টি আসনে লড়ার কথা জানিয়েছিল আইএসএফ। এদিন রাত পর্যন্ত আইএসএফ নতুন করে কিছু ঘোষণা করেনি।
বামেদের সঙ্গে আইএসএফের জোটের বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এইসব জট কাটিয়ে ২২ মার্চ বামফ্রন্টের বৈঠকের কথা রয়েছে। শরিকদের সঙ্গে আলোচনা করে জট কাটাতে উদ্যোগী ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এই বৈঠকের পর প্রার্থী ঘোষণা করতে পারে বামফ্রন্ট। তার আগেই কংগ্রেসের সঙ্গে আসন বন্টনের বিষয়টি মিটিয়ে নিতে চাইছে সিপিএম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.