রূপায়ণ গঙ্গোপাধ্যায়: উত্তরাখণ্ডে ভোটের দায়িত্বে ছিলেন। বাংলার নেত্রী হওয়া সত্ত্বেও আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে প্রচারকের দায়িত্ব থেকে ‘ব্রাত্য’ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দলের বিরুদ্ধে ‘বিদ্রোহে’র জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের কেউই মুখ খুলতে নারাজ। দল যাঁকে যোগ্য বলে মনে করেছে, তাঁকেই প্রচারকের দায়িত্ব দিয়েছে বলে দাবি লকেটের।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার প্রচারকের তালিকাও প্রকাশ করল গেরুয়া শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা, বাবুলাল মারান্ডি, গিরিরাজ সিং, অন্নপূর্ণা দেবী যাদব, নিত্যানন্দ রাই, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ কুমার প্রামাণিক, জন বার্লা, বিপ্লব কুমার দেব, হেমন্ত বিশ্বশর্মা, অর্জুন সিং, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, মনোজ তিওয়ারি, রবি কিষাণ, রবিশংকর প্রসাদ, এস এস আলুওয়ালিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, রাম কৃপাল যাদব, অমর বাউড়ি, রাহুল সিনহা, গৌতম গম্ভীর, রেনু কুমারী, লক্ষ্মণ ঘোড়ুই, ভারতী ঘোষ, শ্রীরূপা মিত্র চৌধুরী, দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জোয়েল মুর্মু, ইন্দ্রনীল খান, তনুজা চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়।
ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রী, প্রাক্তন ক্রিকেটার এবং অভিনেতা প্রচারকের তালিকায় রয়েছেন। বিজেপির ভোট প্রচারকের তালিকায় উল্লেখযোগ্যভাবে নেই সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উত্তরাখণ্ডে ভোটের দায়িত্ব পেলেও বাংলার দুই কেন্দ্রের ভোটে কেন বাদ গেলেন লকেট, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
উল্লেখ্য, বাংলার পুরনির্বাচনে বিধ্বস্ত হয়েছে বিজেপি। তারপর দলের ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন লকেট। ‘বিদ্রোহী’ শিবিরের নেতাদের সঙ্গে বৈঠকে বসতেও দেখা গিয়েছিল তাঁকে। সেই কারণেই কি আসানসোল এবং বালিগঞ্জের নির্বাচনে প্রচারকের দায়িত্ব পেলেন না লকেট? এ বিষয়ে যদিও গেরুয়া শিবির কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে লকেটের বক্তব্য, “কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করেছিল। তাই উত্তরাখণ্ডে ভোটের দায়িত্ব দিয়েছিল। আর বাংলার বিজেপি (BJP) আমাকে হয়তো যোগ্য মনে করছে না। তাই প্রচারকের তালিকায় রাখেনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.