সুব্রত বিশ্বাস: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবারের মধ্যে হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) শাখায় রসুলপুর-শক্তিগড় থার্ড লাইনের কাজ শেষ হয়েছে। শনিবার থেকে এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু শনিবারও একাধিক ট্রেন বাতিলের কারণে ভোগান্তি জারি রইল নিত্যযাত্রীদের। হাওড়ার ডিআরএম (DRM) মনীশ জৈন বলেন, ”সোমবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।” তাঁর কথা থেকেই স্পষ্ট, রবিবারও ট্রেন চলাচল অনিয়মিতই হবে।
পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, কাজের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains) বাতিল করা হয়েছে। মেন লাইনে বাতিল হওয়া ট্রেন –
মেন লাইনে যে ট্রেনগুলি মেমারি পর্যন্ত যাবে তার সময়সূচি এরকম –
ডাউন মেমারি-হাওড়ার মধ্যে ট্রেনগুলি চলবে দুপুর ১২ টা ৫ মিনিট, দুপুর ১ টা ২০ মিনিট, দুপুর ২ টো ২৫ মিনিটে। তারপর বিকেল ৪ টে ২০ মিনিট, বিকেল ৪ টে ৫০ মিনিট ও বিকেল ৫ টা ২০ মিনিটে মেমারি থেকে হাওড়া আসবে।
কর্ড লাইনে যে ট্রেনগুলো সংক্ষিপ্ত যাত্রা করবে তার সময়সূচি –
ডাউনে মশাগ্রাম-হাওড়ার মধ্যে যে ট্রেনগুলি চলবে, তা মিলবে সকাল ১১ টা ২৫ মিনিট, সকাল ১১ টা ৫৫ মিনিটে। এরপর দুপুর ১ টা ২০ মিনিট, দুপুর ১ টা ৪৫ মিনিট,দুপুর ৩ টে ২৫ মিনিটে। আর বিকেলে ৪ টে ২৫ মিনিট ও ৫ টা ২০ মিনিটে চলবে।
শনিবার যে সব দূরপাল্লার ট্রেন মেন লাইনে, তা বেশ ভুগিয়েছে। আপ কুলিক এক্সপ্রেসে শনিবার যাত্রা করার সময় যাত্রী নিত্যরঞ্জন দাস জানান, রসুলপুর থেকে শক্তিগড় দুই স্টেশন যেতে কয়েক ঘন্টা পেরিয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.