Advertisement
Advertisement

Breaking News

Local Train

কুয়াশায় বাতিল একাধিক মেল-এক্সপ্রেস ট্রেন, শনি থেকে সোম বন্ধ বেশ কয়েকটি লোকালও

শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কিছু লোকাল। পাশাপাশি কুয়াশার জেরে বাতিল একাধিক মেল-এক্সপ্রেসও। দুর্ভোগে পড়বেন যাত্রীরা।           

Local and express train has canceled in Howrah Division

ছবি- সংগৃহীত

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 30, 2024 8:38 am
  • Updated:November 30, 2024 9:38 am  

সুব্রত বিশ্বাস: সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন। আজ শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কিছু লোকাল। পাশাপাশি কুয়াশার জেরে বাতিল একাধিক মেল-এক্সপ্রেসও।          

বিবৃতি দিয়ে রেল জানিয়েছে, ঘন কুয়াশা জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল হয়েছে হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস (১২৩২৭ ), দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস (১৫৬২০) , গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন-নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে বেশ আগামী কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না। 

Advertisement

এদিকে, লাইন মেরামত ও রেল সেতুর সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। আজ থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা মোট তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। তালিকায় রয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি। একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

কাটোয়া রুটে বন্ধ থাকছে ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ এবং আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন। রেল সূত্রে খবর, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। এর জেরে আপ ও ডাউন লাইনে  বাতিল হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময়সূচিতেও বদল আনা হয়েছে কয়েকটি ট্রেনের। ফলে ফের দুর্ভোগে পড়বেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub