সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ বিখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণের জন্য তাঁকে ভরতি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে ৯০ বছরের শিল্পীর।
১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম নিয়েছিলেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। তাঁর গানের গলার সঙ্গে অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের মিল খুঁজে পান। তাঁর গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্য মাত্রায় পৌঁছে যেত। এমনকী ষাটের দশকে একাধিক ছবিতেও রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। তাঁর সঙ্গে সলীল চৌধুরীর বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। চল্লিশের শেষের দিকে একসঙ্গে অনেক গানও উপহার দিয়েছেন তাঁরা। যার মধ্যে উল্লেখযোগ্য ‘রেখো মা দেশেরে মনে’, ‘একদিন ফিরে যাব চলে’। এর পাশাপাশি ‘জাগো দুর্গা’ গেয়ে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন শিল্পী। এপার বাংলার মতো ওপার বাংলাতেও তাঁর গান নিয়ে চর্চা হয়। তিনি নিজেও বাংলাদেশ গিয়েছেন একাধিকবার। সংগীতে তাঁর ব্যাপ্তি তাঁকে ২০১০ সালে এনে দিয়েছিল পদ্মভূষণ পুরষ্কার। পরের বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ছয় দশকের বেশি সময় বাংলা গান ও রবীন্দ্রসংগীতের জগতে দাপিয়ে বেড়িয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়।
আপাতত তিনি অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। শ্বাসকষ্ট থাকায় আপাতত অক্সিজেন চলছে তাঁর বলে খবর। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে পাঁচ জনের একটি মেডিক্যাল টিম। যাঁদের মধ্যে রয়েছেন একজন কার্ডিওলজিস্ট। শনিবার বিকেলে মেডিক্যাল বুলেটিনে জানা যেতে পারে তাঁর অবস্থা কেমন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.