Advertisement
Advertisement

Breaking News

এসএসসি

‘পাশে আছি’, এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে বার্তা বিমান বসুর

অনশনের ২৪তম দিনে অসুস্থ আরও এক মহিলা৷

Left Front chairman Biman Bose stands by SSC agitators
Published by: Tanujit Das
  • Posted:March 23, 2019 1:32 pm
  • Updated:March 23, 2019 9:19 pm  

দীপঙ্কর মণ্ডল: শনিবার এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ তাঁদের সঙ্গে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন তিনি৷ রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন৷ জানান, ২০১৬-তে রেজাল্ট বেরিয়ে গেলেও এখনও চাকরি পায়নি অনশনকারীরা৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ টাকা দিয়ে চাকরি পেয়েছে অনেকে৷

[৫৬-তে ‘রজঃস্বলা’, জটিল অস্ত্রোপচারে সুস্থ বিজয়গড়ের গৃহবধূ ]

Advertisement

শনিবার ২৪তম দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের অনশন৷ এদিনও অসুস্থ হয়ে পড়েন নদিয়ার বাসিন্দা এক মহিলা৷ তাঁর নাম তানিয়া শেঠ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন অন্যান্যরা৷ জানা গিয়েছে, অনশনকারীদের সমর্থনে শনিবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই৷ একই স্থান থেকে সোমবার বিক্ষোভ মিছিল করবেন মানবাধিকার সংগঠন এপিডিআর-এর কর্মীরাও৷ অন্যদিকে, শুক্রবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন চাকরি প্রার্থীরা৷ যদিও সেই বৈঠকে তেমন কোনও সুরাহা হয়নি৷ তবে শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বাস দেন, আগামী বছর থেকে এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া সরল করা হবে। এছাড়া অনশনকারীদের সমস্যা সমাধানে পাঁচ সদস্যের একটি কমিটি গড়ে দেন শিক্ষামন্ত্রী৷ সূত্রের খবর, অনশনকারীদের বলা হয়েছে, তাঁদের সমস্ত অভিযোগ দু’দিনের মধ্যে লিখিত ভাবে ওই কমিটির কাছে জমা দিতে৷ কমিটি সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে৷ এবং প্রয়োজনে ১৫ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেবে।

[প্রার্থী নিয়ে ক্ষোভ কর্মীদের, সামাল দিতে জরুরি বৈঠকে বিজেপি নেতৃত্ব]

চাকরির দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অনশন করছেন এসএসসি কর্মপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, অনশনকারীদের ত্রিপল টাঙানোর অনুমতি দেওয়া হয়নি। ফলে ঝড়-বৃষ্টিতে ফুটপাথের উপর কষ্টে দিন কাটছে তাঁদের। তাঁদের সমস্যার সমাধান না হলে অনশন তোলা হবে না বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তানিয়া শেঠ, ইনসান শেখরা। ইতিমধ্যে ওই অনশন মঞ্চে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ বামেরা ছাড়াও কংগ্রেস-বিজেপি নেতারাও এসএসসি চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন৷ সেখানে গিয়েছেন বিশিষ্টরা ব্যক্তিরাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement