সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারিতেই আবার ব্রিগেডে পালটা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পদ্মশিবিরও। ৩ ফ্রেরুয়ারি ব্রিগেডে সমাবেশ করার অনুমতি চেয়ে সেনাবাহিনীকে চিঠি দিল বামেরা। এই সমাবেশ কি শুধু সিপিএমের নাকি বাম শরিকরাও যোগ দেবে? তা এখনও স্পষ্ট নয়। সেনাবাহিনী যদি অনুমতি দেয়, তাহলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।
[ স্কাইওয়াকে পান-গুটখার পিক ফেললেই মোটা অঙ্কের জরিমানা]
জানা গিয়েছে, জানুয়ারিতেই ব্রিগেড সমাবেশ করতে চেয়েছিল বামেরা। কিন্তু অনেক আগেই ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করার কথা ঘোষণা করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব মরশুম শেষ হলেই ব্রিগেড সফল করতে কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এদিকে ব্রিগেডে শাসকদলের পালটা সমাবেশের প্রস্তুতি গেরুয়াশিবিরেও শুরু হয়ে গিয়েছে বলে খবর। জানুয়ারিতেই সমাবেশ করতে চায় বিজেপিও। ঘটনা হল, মুখে বিজেপি ও তৃণমূল বিরোধিতার কথা বললেও, ব্রিগেড নিয়ে বিতর্কে জড়াতে নারাজ বাম নেতৃত্ব। সিদ্ধান্ত হয়, জানুয়ারিতে নয়, আগামী বছরের ফ্রেরুয়ারির প্রথম সপ্তাহেই ব্রিগেড সমাবেশ করবে বামফ্রন্ট। তলে তলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, বামফ্রন্টের ১৭টি শরিক দলকেও সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে সিপিএম-সহ ফ্রন্টের নেতারা। প্রতিটি দলের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
কিন্তু, বামেদের ব্রিগেড সমাবেশ হবে কবে? তা নিয়ে জল্পনা চলছিল। আগামী ৩ ফ্রেরুয়ারি ব্রিগেডে সমাবেশ করতে চেয়ে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে বাম নেতৃত্ব। তবে এই সমাবেশ সিপিএমের না বামফ্রন্টের, তা এখনও স্পষ্ট নয়। যদি সমাবেশের অনুমতি পাওয়া যায়, তাহলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে ৬ ডিসেম্বর রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি। মিছিলের আয়োজক কলকাতা জেলা সিপিএম।
[ মাছ-সবজি নাগালে, ‘সস্তা’র ভাইফোঁটায় বেগ দিচ্ছে রান্নার গ্যাস]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.