Advertisement
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর রাজ্য সফরে শোনা যাবে ‘মোদি গো ব্যাক’ স্লোগান, প্রস্তুতি বাম-কংগ্রেসের

মোদিকে কালো পতাকা দেখানোর প্রস্তুতি নিচ্ছে কয়েকটি নাগরিক ফোরামও।

Left-Congress plan to stage protest during PM Modi's Kolkata visit
Published by: Subhajit Mandal
  • Posted:January 11, 2020 9:33 am
  • Updated:January 11, 2020 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য সফর ঘিরে বিক্ষোভের আশঙ্কা যে ছিলই, তার ইঙ্গিত আগেই দিয়েছে প্রশাসন। এমনকী, বিক্ষোভের আঁচ যাতে প্রধানমন্ত্রীকে স্পর্শ করতে না পারে, তা নিশ্চিত করতে তাঁর সফরসূচিতে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে। যতটা সম্ভব সড়কপথে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু, এতকিছু সত্ত্বেও CAA বিক্ষোভের আঁচ প্রধানমন্ত্রী এড়াতে পারবেন কিনা, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ, মোদির রাজ্য সফরে তাঁকে কালোপতাকা দেখাতে রীতিমতো আঁটঘাট বেঁধে নামছে বাম ও কংগ্রেস। সেই সঙ্গে বেশ কয়েকটি নাগরিক ফোরামও মোদিকে ‘গো ব্যাক’ স্লোগানে বিঁধতে প্রস্তুতি শুরু করেছে।

Go-back-modi
বামেদের তৈরি মোদি-বিরোধী পোস্টার

আজ দুপুরে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে তিনটেয় নামছে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে যাবেন রাজভবন। সেখান থেকে কপ্টারে রেসকোর্সে নেমে প্রধানমন্ত্রী যাবেন রাজভবনে। সেখানে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। এরপর বিবাদী বাগে কারেন্সি বিল্ডিংয়ে সংস্কার করা ঐতিহ্যবাহী ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলভেদর হাউস, মেটকাফে হাউস এবং ভিক্টোরিয়া হলের দরজা সাধারণের জন্য খুলে দেবেন তিনি। তারপর যাবেন গঙ্গা পাড়ে মিলেনিয়াম পার্কে। সেখান থেকে উদ্বোধন করবেন হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড-সহ সৌন্দর্যায়ন প্রকল্প। মোদির এই কর্মসূচির কথা মাথায় রেখে দুপুরেই ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে বামফ্রন্ট। ধর্মতলায় বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়ত-এ-উলেমা-এ-হিন্দও। প্রদেশ কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনও আজ নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসূচির বেশিরভাগ সময়ই তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। তাই, তৃণমূলের আলাদা করে বিক্ষোভ দেখানোর কোনও কর্মসূচি নেই। তবে, তৃণমূল ছাত্র পরিষদ রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভ চলবে।

Advertisement

[আরও পড়ুন: শেষমুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসূচিতে বদল, বিকেলেই সাক্ষাৎ মোদি-মমতার]

প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাতে গেলে সরকারের তরফে প্রতিরোধ হতে পারে। প্রশাসন নিরাপত্তার সবরকম ব্যবস্থাই করছে। সেকথা মাথায় রেখে নিজেদের সমস্ত শাখা সংগঠনকে সতর্ক করেছে বামপন্থী দলগুলি। প্রশাসন বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনওরকম পদক্ষেপ করতে পারে, এটা বুঝিয়ে দিয়েই সতর্ক করা হয়েছে কর্মীদের। শুধু রাজনৈতিক দল নয়, বেশ কয়েকটি নাগরিক ফোরমাও এদিন মোদিকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে। যা রীতিমতো চিন্তায় রাখছে প্রশাসনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement