ফাইল ছবি।
বিধান নস্কর. দমদম: বড়সড় দুর্ঘটনা এড়াল কলকাতাগামী বিমান। ফের লেজার আলোর ফাঁদে বিমান চালক! পাইলটের অভিযোগ, সবুজ লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যায় বিমান চালক ও সহকারী চালকের। তাতেই দিক নির্ণয়ে সমস্যা হয়। শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে আসা বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় নারায়ণপুরের দিক থেকে লেজার লাইটের সবুজ আলোয় ককপিটে ভরে যায়। তাতেই বিমানের চালক ও সহকারী চালকের মধ্যে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি হয়। সমস্যা হয় দিক নির্ণয়ের ক্ষেত্রে। এর ফলে বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা! তবে চালকের তৎপরতয় ১৮০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি শনিবার রাত ১০টা ৫৩ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।
রাতেই পাইলট সিকিউরিটি অপারেশনাল কন্ট্রোল সেন্টারে নালিশ জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দর কর্তৃপক্ষ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে। যেহেতু নারায়ণপুরের দিক থেকে লেজার লাইটের সবুজ আলো দেখা গিয়েছিল সেই কারণে নারায়ণপুর থানায় সেই অভিযোগ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা ইন্ডিগোর একটি বিমানটি একই ঘটনার কবলে পড়েছিল। এছাড়াও গত ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতা আসা ইন্ডিগো বিমানও অবতরণের সময় ককপিটে লেজার আলোয় ভরে গিয়েছিল. ফলে দিক নির্ণয়ের বিভ্রান্তি ঘটেছিল। বারংবার একই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। একাধিকবার বেসরকারি সংস্থার বিমান কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলেও লেজার লাইটের দাপট যে বন্ধ করা সম্ভব হচ্ছে না তা প্রমাণ করল শনিবারের ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.