Advertisement
Advertisement
Leaps and Bounds Case

লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: বিতর্কিত ১৬ ফাইল ব্যবহার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের

ওই ১৬টি ফাইল আগেই তলব করে হাই কোর্ট।

Leaps and Bounds Case: Calcutta HC directs investigators can't use 'controversial' 16 files । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:September 4, 2023 8:46 pm
  • Updated:September 4, 2023 8:46 pm

গোবিন্দ রায়: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় বিতর্কিত ১৬ ফাইল ব্যবহার করতে পারবে না কোনও তদন্তকারী সংস্থাই। সোমবার এমনই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায় সিএফএসএলের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট। আগামী ৬ সেপ্টেম্বরের রিপোর্ট পেশের নির্দেশ।

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ। ইডির দাবি, এক তদন্তকারী অফিসার তাঁর ব্যক্তিগত কারণে সেগুলি ডাউনলোড করে। ইতিমধ্যে ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। গত শনিবার বিতর্কিত ওই ১৬টি ফাইল তলব করে হাই কোর্ট। ফাইল ডাউনলোড নিয়ে ইডি অফিসারের কাণ্ডে স্তম্ভিত হয়ে যান বিচারপতি।

Advertisement

[আরও পড়ুন: বর্ধমানেও ছুটবে মেট্রো! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নকশা ঘিরে চরম বিভ্রান্তি]

এবার বিতর্কিত ওই ১৬টি ফাইল এখনই অন্য কোনও তদন্তে ব্যবহার করা ঠিক হবে না বলেই জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের মতে, হাই কোর্টের অন্য একটি এজলাস তদন্ত বন্ধ করার আবেদন খারিজ করেছে। তাই এই বিষয়টিকে সুরক্ষিত রেখে শুধুমাত্র অভিষেককে পাঠানো সমনের যৌক্তিকতাই বিবেচনা করা হবে। হাই কোর্ট জানিয়েছে, এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি দরকার। এদিন ইডি অভিযোগ করে, ডাউনলোড করে পরীক্ষার জন্য আদালত তাদের আধিকারিক মিথিলেশ কুমারের কাছে হস্তান্তরের নির্দেশ দিলেও কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সেটি করেননি। তাই তার সিএফএসএল থেকে পরীক্ষা করানো সম্ভব হয়নি। অন্যদিকে, অভিষেক একটি নতুন করে হলফনামা দাখিল করতে আবেদন করলেও তা নাকচ করে দিয়েছেন বিচারপতি।

[আরও পড়ুন: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, ইঞ্জিন ছাড়াই ছুটল ট্রেনের পাঁচ বগি! ঘটনায় তীব্র চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement