Advertisement
Advertisement

Breaking News

SSC

এসএসসি’র ‘যোগ্য’ তালিকা থেকে বাদ আন্দোলনের মুখ, কী বলছেন চিন্ময়?

ওই তালিকা দেখে রীতিমতো অবাক সুপ্রিম কোর্টের রায়ের যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল।

Leader of SSC protest could not make it on untainted list
Published by: Sayani Sen
  • Posted:April 23, 2025 11:52 pm
  • Updated:April 24, 2025 7:19 am  

রমেন দাস: চাকরিহারাদের আন্দোলনের তিনিই মুখ। অথচ তাঁরই নাম নেই এসএসসি’র ডিআই অফিসে পাঠানো তালিকায়। যা দেখে রীতিমতো অবাক যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তাঁর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে চিন্ময়কে।

সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। ‘অযোগ্য’ নন এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের তালিকা তৈরি করা হয়। সুপ্রিম কোর্টে তা জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখান থেকে আবার ১ হাজার ৮০৩ জনের নামও বাদ দেওয়া হয়েছে। পর্ষদের দাবি, ওই ১ হাজার ৮০৩ জনের ওএমআর শিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। এরপর ১৫ হাজার ৪০৩ জনের একটি তালিকা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকাই ডিআই দপ্তরে পাঠানোর কাজ চলছে। তাতেই বাদ গিয়েছেন চিন্ময় মণ্ডল। তবে চাকরিহারাদের আন্দোলনের আরেক মুখ মেহবুব মণ্ডলের নাম এসএসসি’র প্রকাশিত তালিকায় রয়েছে।

Advertisement

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় বলেন, “ডিআই অফিসে পাঠানো তালিকায় কোনও অযোগ্যর নাম নেই। আমরা দেখেছি। তবে যোগ্য অনেকের নাম বাদ গিয়েছে। আমার এখন বারাকপুর ডিআই। প্রথম নিয়োগের সময় কসবা ডিআই ছিল। সেখান থেকে স্কুলে তালিকা পাঠানো হয়েছে। তাতে নাম নেই।” ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে তাঁর। চিন্ময়ের দাবি, “এসএসসির চেয়ারম্যান তাঁকে বলেন এটা হওয়া উচিত নয়। যাঁদের বাদ গেল, তাঁদের নামের তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। নিশ্চয়ই দেখবেন।” এসএসসি বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement