অর্ণব আইচ: সোমবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করে ট্যাংরা কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রসূন দেকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারককে তিনি জানান, তাঁর কোনও আইনজীবী দরকার নেই। পুলিশ আদালতে চার্জশিট পেশ করলে, তিনি অপরাধ স্বীকার করবেন। তিনি আইনের হাত ধরে সাজা পেতে চান।
ট্যাংরা কাণ্ড সামনে আসার পর থেকে প্রসূনের বিরুদ্ধে তাঁর স্ত্রী, বউদিকে ও কিশোরী কন্যাকে খুনের অভিযোগ ওঠে। তবে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় প্রসূনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার গ্রেপ্তারির পর আজ তাঁকে আদালতে পেশ করা হয়। তবে প্রসূন কোনও আইনজীবী নিতে চাননি। আত্মপক্ষ সর্মথনও করেননি। বিচারপতি তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনি আইনজীবী নিতে চান নি, কিছু বলতে চান? কার্যত চুপ করে থাকেন প্রসূন। এক সরকারি আইনজীবী বলেন, “উনি উকিল চান না। বিচার প্রক্রিয়ায় একাই থাকতে চান। পুলিশ চার্জশিট পেশ করলে তিনি অপরাধ স্বীকার করবেন বলে জানিয়েছেন।”
সরকার পক্ষের আইনজীবী আদালতে জানান, ক্রাইম সিনের পূণর্নিমার্ণ করে বৈজ্ঞানিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে হবে। অভিযুক্তের ৪ দিনের পুলিশ হেফাজত চান তিনি। আদালত ফের প্রসূনকে জিজ্ঞাসা করে, “আপনি কিছু বুঝতে পারছেন, পুলিশ আপনাকে হেফাজতে চাইছে। কিছু বলবেন?” চুপই থাকেন প্রসূন। বিচারক প্রসূনের আগামী ৬ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.