Advertisement
Advertisement
Shahjahan Sheikh

১০ দিন পর আদালতে ‘নিখোঁজ’ শেখ শাহজাহান, ‘ধরা দিচ্ছেন না কেন?’, প্রশ্ন বিচারপতির

৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আক্রান্ত হন আধিকারিকরা। প্রাণ হাতে নিয়ে ফেরেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Lawyer of Shahjahan Sheikh visits court | Sangbad Pratidin

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 15, 2024 1:57 pm
  • Updated:January 15, 2024 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ‘প্রকাশ্যে’ শেখ শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হলেন ‘নিখোঁজ’ তৃণমূল নেতা। তাঁর আইনজীবী আদালতে আর্জি জানালেন শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করার।

ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Shahjahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। জখম হন। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে বলে খবর। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সিবিআই তদন্ত দাবি করেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: জনতার সাহায্য করা দরকার, সেনা সরাতে মালদ্বীপের চাপের মুখেও মানবদরদি ভারত]

সোমবার সেই মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করলেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তাঁর মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এর পরই ভর্ৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন, তাঁর মক্কেল কেন এখনও আত্মসমপর্ণ করেননি। পালটা আইনজীবী দাবি করেন, শাহজাহানের অধিকার ক্ষুন্ন হয়েছে। অভিযান নিয়ম মাফিক হয়নি। এর পরই সিবিআইয়ের আইনজীবী ওকালতনামা জমা দেওয়ার কথা বলেন। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement