Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘পতিতা’ মন্তব্যে বিশবাঁও জলে সেলিম, আইনি নোটিস অভিষেকের আইনজীবীর

মন্তব্য ঘিরে ঘরে বাইরে চাপের মুখে পড়েন সেলিম।

Lawyer of Abhishek Banerjee sent legal notice to Md Salim | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 9, 2023 7:34 pm
  • Updated:August 9, 2023 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের। এবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বাম নেতার পোস্টে অভিষেকের সম্মানহানি হয়েছে। সেলিমের করা সমস্ত অভিযোগের প্রমাণ দাখিলের দাবি জানিয়েছেন তিনি।  

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন। আর তাতে সাহায্য করেছেন তাঁর বিজেপির ‘বস’রা।” এরপরই তাঁর সংযোজন, “অসদুপায়ে প্রাপ্ত অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি ‘পতিতা’র অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।”  

Advertisement

[আরও পড়ুন: এবার নবান্নে করা যাবে প্রেগন্যান্সি টেস্ট! জেনে নিন খুঁটিনাটি]

সেলিমের ব্যবহার করা ওই অশালীন শব্ধ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে যায়। ঘরে বাইরে আক্রমণের মুখে পড়েন সেলিম। সব চাপের মুখে শেষে নিজের ভুল শুধরে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। দুঃখপ্রকাশ না করলেও মঙ্গলবার সাতসকালে ফেসবুক পোস্টের মাধ্যমে টুইটের ‘ভুল’ শুধরে নিয়েছেন সেলিম। তবু শেষরক্ষা হয়নি। বুধবার সকাল থেকে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান যৌনকর্মীরা। সিপিএম নেতার মন্তব্যে তাঁরা যে দুঃখ পেয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন। দুর্বার মহিলা সমন্বয় কমিটির কেন্দ্রীয় সম্পাদক বিশাখা নস্করের কথায়, ‘মহম্মদ সেলিমের মন্তব্যে কষ্ট পেয়েছি। আমরা পতিতা নই, সমাজকর্মী।  রাজনৈতিক নেতারা আমাদের সম্মান দিন।” 

সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আইনি নোটিস  পাঠালেন মহম্মদ সেলিমকে। তাঁর দাবি, সেলিমের পোস্টে তাঁর মক্কেলের সম্মান নষ্ট হয়েছে। পরিবারের সম্মান নষ্ট হয়েছে। সেলিমের করা সমস্ত দাবিই ভুয়ো বলে অভিযোগ করেছেন তিনি। 

[আরও পড়ুন: মমতার মুখে ফের ‘জগাই-মাধাই-গদাই’ তত্ত্ব, বুঝিয়ে দিলেন, লড়াই সিপিএমের বিরুদ্ধেও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement