Advertisement
Advertisement
Bikash Ranjan Bhattacharya

পদ্ধতিগত সমস্যা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করুক আদালতই! আরজি বিকাশরঞ্জন ভট্টাচার্যের

আদালতে কী বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

Lawyer Bikash Ranjan Bhattacharya says court should file case against Mamata Banerjee due to some technical difficulties | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2023 4:39 pm
  • Updated:March 16, 2023 6:28 pm  

গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ‘না’ বিকাশরঞ্জন ভট্টাচার্যের। হলফনামা পেশ করে আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের কথা বললেন আইনজীবী। এবার আদালত কী পদক্ষেপ করবে, সেই অপেক্ষায় তিনি।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে কলকাতা হাই কোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। এরপরই আদালতের তরফে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার হলফনামা জমা দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানে যাবতীয় অভিযোগ তুলে ধরেন। তবে এদিন আদালতে বিকাশবাবু জানান, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন না। কারণও ব্যাখ্যা করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’: হাই কোর্টে রিপোর্ট জমা রাজ্যের, পালটা বক্তব্য জানাতে চায় কেন্দ্রও]

এদিন আদালতে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের স্বাক্ষর প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় রাজ্যের আইনজীবী স্বাক্ষর করবেন না, সেটাই স্বাভাবিক। সেই কারণে মামলার পথে হাঁটছেন না বিকাশবাবু। বরং আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্য হলফনামায় তুলে ধরে হাই কোর্টকে স্বত:প্রণোদিত মামলার আরজি করেছেন। এবার আদালত কী সিদ্ধান্ত নেবে সেদিকেই তাকিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য।

প্রসঙ্গত,  গত মঙ্গলবার আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উঠে আসে চাকরি বাতিল প্রসঙ্গ। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “প্রধান বিচারপতি এখানে নেই।  আমি সুব্রতদাকে (সুব্রত তালুকদার) বলব, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।” এই মন্তব্যের পাশাপাশি আরও বেশ কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।  

[আরও পড়ুন: হাতে দাঁড়িপাল্লায় চাল-ডাল মাপছেন দোকানি? অভিযোগ পেলেই বাতিল হবে লাইসেন্স]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement