Advertisement
Advertisement

প্রয়াত প্রাক্তন পরিবহণ মন্ত্রী রঞ্জিৎ কুণ্ডু

প্রাক্তন পরিবহণ মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সিপিএম নেতৃত্ব৷

Late former transport minister Suranjit Kundu
Published by: Kumaresh Halder
  • Posted:August 19, 2018 7:26 pm
  • Updated:August 19, 2018 7:26 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: ২০০৯ সালের ১৯ আগস্ট পরিবহণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নৈহাটির বিধায়ক রঞ্জিৎ কুণ্ডু। আর একই দিনে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। বাম সরকারের তিনবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রঞ্জিৎ কুণ্ডু (৭৪) প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর তিনি পরিবহণ মন্ত্রী হন৷ এদিন দুপুরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে যান সিপিএম ও সিটু নেতারা৷

[মঙ্গলবার রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম, অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে]

সিটু সূত্রে খবর, রবিবার তাঁর মরদেহ পিস হেভেনে রাখা থাকবে৷ সোমবার আলিমুদ্দিন, বিধানসভা সিটু রাজ্য দপ্তর ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে বারাসত ও নৈহাটির সিপিএমের দলীয় দপ্তরে। সেখানে দলীয় কর্মীও সমর্থকরা শ্রদ্ধা জানানোর পর ফের দেহ রাখা হবে পিস হেভেনে। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রয়াত রঞ্জিৎ কুণ্ডুর অন্তিম ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে। সেই অনুযায়ী আগামী মঙ্গলবার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ দান করা হবে। ১৯৯৬ সালে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার নির্বাচিত হন। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ও উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক মণ্ডলীর দীর্ঘদিনের সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সিপিএম নেতৃত্ব শোক প্রকাশ করেছে৷

Advertisement

[কেরলের পাশে বাংলা, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement