Advertisement
Advertisement

Breaking News

রাতপথে বেপরোয়া গাড়ি, দুর্ঘটনায় জখম অভিনেতা-অভিনেত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ডিভাইডারে৷

Late accident injured tele actors as car hit divider
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 10:03 am
  • Updated:December 16, 2016 10:03 am  

স্টাফ রিপোর্টার: গভীর রাতে শহরে গাড়ি দুর্ঘটনায় আহত হলেন এক অভিনেতা ও এক অভিনেত্রী৷ তাঁরা দু’জনেই ওই গাড়ির ভিতর ছিলেন৷ গাড়িটি নিয়ন্ত্রণহীনভাবে রাস্তার মাঝখানে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়৷ এই ঘটনার পর প্রশ্ন ওঠে যে, চালক কি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন? যদিও শুভাশিস মিত্র নামে ওই অভিনেতা পুলিশের কাছে দাবি করেছেন, তিনিই গাড়িটি চালাচ্ছিলেন৷ কিন্তু তিনি মদ্যপান করেননি৷ তাঁর বিরু‌দ্ধে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে৷

পুলিশ জানিয়েছে, বুধবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ চারু মার্কেট এলাকার দেশপ্রাণ শাসমল রোড ধরে যাচিছলেন অভিনেতা শুভাশিস মিত্র (রানা) ও অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড জোরে যাচ্ছিল গাড়িটি৷ দেশপ্রাণ শাসমল রোড ধরে গাড়িটি চারুচন্দ্র প্লেসের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ গাড়িটি বেশ জোরে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়৷ তাতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়৷ গাড়ির ভিতর থাকা শুভাশিস ও পায়েলেরও আঘাত লাগে৷ দুর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশকেও৷ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিনেতা ও অভিনেত্রীকে উদ্ধার করে৷ রাতেই তাঁদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের চিকিৎসা হয়৷ রাতে দু’জনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন চারু মার্কেট থানার পুলিশ আধিকারিকরা৷ গাড়িটিকে আটক করা হয়৷ পুলিশ জেনেছে, শুটিংয়ের শেষে বুধবার রাতে একটি মিটিংয়ে যান শুভাশিস৷ সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল৷ তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন শুভাশিস৷ গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন৷ হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনা ঘটায়৷ এদিকে, ট্রাফিক পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই গাড়িটি যদি ডিভাইডারে ধাক্কা না দিয়ে একই গতিতে ফুটপাথের উপর উঠে যেত, তার ফল হত মারাত্মক৷ কিছুদিন আগে দিনেদুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি হেস্টিংসে ধাক্কা দেয় বাইক আরোহী ও ফুটপাথে দাঁড়িয়ে থাকা পথচারীদের৷ তাতে তিনজনের মৃত্যু হয়৷ পুলিশের অভিযোগ, শীতকালে রাতে গাড়ি দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়৷ অনেকেরই মদ্যপান করে গাড়ি চালানোর প্রবণতা থাকে৷ এই ধরনের দুর্ঘটনা রোখার জন্য রাতে শহরের বিভিন্ন জায়গায় মদ্যপ চালক ধরার অভিযান চালানো শুরু হয়েছে৷ চারু মার্কেটের এই দুর্ঘটনার কারণ খোঁজা হচ্ছে৷ গাড়িটির যান্ত্রিক ত্রূটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement