Advertisement
Advertisement
Kolkata Metro

উৎসবের মরশুমে বাড়ছে যাত্রীচাপ, সামাল দিতে দিনের শেষ মেট্রোর সময় ফের বদল

জেনে নিন কটায় ছাড়বে শেষ মেট্রো?

Kolkata news: Last metro's departure time will be deferred again rom 19 October | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 14, 2020 5:26 pm
  • Updated:October 14, 2020 5:28 pm  

নব্যেন্দু হাজরা: উৎসবের মরশুমে সরগরম তিলোত্তমা। একদিকে পুজোর বাজার তো অন্যদিকে অফিসের ভীড়। নিউ নর্মালে এই চাপ সামাল দিতে ছন্দে ফিরছে শহরের লাইফলাইন মেট্রো (Kolkata Metro) পরিষেবাও। ইতিমধ্যে বেড়েছে প্রতিদিনের মেট্রো সংখ্যা। শেষ মেট্রোর সময়ও একদফা বাড়ানো হয়েছিল। এবার যাত্রীদের কথা মাথায় রেখে ফের শেষ মেট্রোর সময় বাড়ানো হল। বুধবার কলকাতা মেট্রোর তরফে এমনটাই জানানো হয়েছে।

এদিন কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১৯ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ন’টায়। নোয়া পাড়া ও কবি সুভাষ থেকে এই সময় শেষ মেট্রো ছাড়বে। এই নিয়ম বহাল থাকবে সোম থেকে শনিবার পর্যন্ত। এতদিন রাত সাড়ে আটটায় শেষ মেট্রো ছাড়ত। এখন সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১৪৬টি মেট্রো চলাচল করে।

Advertisement

[আরও পড়ুন : তৃণমূলের মুখে ‘বিজেপির এজেন্ট’ শুনে অপমানিত, ফের মুখ্যমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখলেন ধনকড়]

করোনাতঙ্ককে সঙ্গী করে পুজোর আমেজে মজছে শহরবাসী। তাই পুজোর আগে ছুটির দিন বা রবিবারগুলোয় কেনাকাটি করতে বের হচ্ছেন তাঁরা। সে কথা মাথায় রেখেই রবিবার (১৮ অক্টোবর)-এও মেট্রোর সংখ্যা বাড়িয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে রবিবার ৫৮টি মেট্রো চলাচল করে। এবার সেই সংখ্যা বেড়ে হবে ৬৪টি। সকাল ১০.১০ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা মিলবে। এদিন নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮.২৩ মিনিটে।

করোনা আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল কলকাতায় লাইফলাইন। আনলকের চতুর্থ পর্বে এই মেট্রোর চাকা গড়িয়ছে তবে একাধিক নিয়ম মেনে হাতেগোনা কিছু মেট্রো চলাচল করছিল। উৎসবের মরশুম আসতেই ভিড় বাড়ছে মেট্রোয়। সে কথা মাথায় রেখেই আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে শহরবাসীর লাইফ লাইনও।

[আরও পড়ুন : মহামারী আবহে বাংলায় দুর্গোৎসব বন্ধ রাখা হোক, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement