নব্যেন্দু হাজরা: বড়দিন মানেই পার্কস্ট্রিট জমজমাট। রাত বাড়তেই ভিড় বাড়ে ধর্মতলা, ময়দান চত্বরেও। কিন্তু সকলের মাথায় একটাই চিন্তা, বাড়ি ফিরব কীভাবে? তাঁদের সুবিধার্থে পদক্ষেপ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাত পর্যন্ত মিলবে মেট্রো। জেনে নিন সময় সূচি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার অর্থাৎ বড়দিনে কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তবে এই মেট্রো যাবে দমদম পর্যন্ত। দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০টা ৪৯ মিনিটে। উলটোদিকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। ফলে পার্কস্ট্রিট বা ধর্মতলা থেকে রাত সাড়ে ১১টার পর ওঠা যাবে মেট্রোগুলিতে। দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে। দিনের বাকি সময় পুরনো সূচি মেনে ছুটবে মেট্রো। বুধবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ভোর ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো।
সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে অন্যদিনের তুলনায় কম মেট্রো চলবে। সপ্তাহের অন্যান্য কাজের দিন ১০৬টি মেট্রো চলে। বড়দিনে চলবে ৯০টি মেট্রো। তবে দিনের প্রথম ও শেষের মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে এই সল্টলেক চত্বরে কেউ বড়দিন উদযাপন করতে গেলে বাড়ি ফেরার পথে মেট্রোর সুবিধা মিলবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.