বিধান নস্কর, বিধাননগর: আচমকাই কলকাতায় হাজির লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সঙ্গী লালুপুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন বলে খবর। চলতি সফরে তাঁরা মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তেজস্বী।
বৃহস্পতিবার সকালে কলকাতা এসেছেন আরজেডি সুপ্রিমো লালু ও তেজস্বী। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন অনুগামীরা। ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। সূত্রের খবর, ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তাঁরা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। সূত্রের খবর, ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তাঁরা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা কোনও সাক্ষাৎ করবেন কি না সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন তেজস্বী যাদব।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য লালুপ্রসাদ এবং তেজস্বী। সেই জোটেরই অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিহারে গিয়ে রীতিমতো লালুর বাড়িতে গিয়ে সাক্ষাৎ সেরেছিলেন তৃণমূল সুপ্রিমো। দীর্ঘক্ষণ বৈঠকও করেন। নীতীশ কুমারের সঙ্গে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন তেজস্বী। এবার কি আরজেডি সুপ্রিমো কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন? সেটাই এখন বড় প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.