প্রতীকী ছবি।
নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্তা! এবার ঘটনাস্থল পূর্ব যাদবপুর থানা এলাকা। অ্যাপ ক্যাবের বুকিং বাতিল করায় চালক তাঁকে হুমকি দিতে থাকে। এমনকী, ফোনে অশ্লীল ভিডিও মেসেজ পাঠায় বলেও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত আটটা নাগাদ মহিলা জুনিয়র ডাক্তার জনপ্রিয় অ্যাপ মারফত ক্য়াব বুক করেন। কিন্তু দেখা যায়, সেটি আসতে প্রায় ১২ মিনিট সময় লাগবে। তখনই বুকিং বাতিল করে দেন ওই তরুণী। তার পরই চালক বার বার ফোন করতে শুরু করে। ফোন করে রীতিমতো ‘দেখে নেওয়া’র হুমকি দেয় সে। এলাকায় দেখতে পেলে ‘চামড়া গুটিয়ে’ দেওয়ার কথাও বলে। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অশ্লীল ভিডিও মেসেজও পাঠায়।
এর পরই ইমেল মারফত কলকাতার পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। এর পর আরও দুই চিকিৎসকের সঙ্গে নিয়ে পূর্ব যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত ক্যাব চালক ৪১ বছরের রাজু দাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা, মহিলার সম্মানহানি-সহ তিনটি ধারায় মামলা হয়েছে।
আর জি কর কাণ্ডের পর শহরজুড়ে আন্দোলন হয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে সকলে। সেই সমস্ত মিছিলে পা মিলিয়েছে আট থেকে আশি। এর পরও এধরনের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। আর জি কর আন্দোলন বাস্তবে কতটা প্রভাব ফেলল, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে বলেই মনে করছে শহরবাসীর একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.