Advertisement
Advertisement

Breaking News

Kuntal Ghosh used Abhishek Banerjee's name to collect 500 crore, says Tapas Mandal

‘অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছেন কুন্তল’, বিস্ফোরক দাবি তাপসের

পালটা তাপস মণ্ডলকে জবাব দেন কুন্তল ঘোষ।

Kuntal Ghosh used Abhishek Banerjee's name to collect 500 crore, says Tapas Mandal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 20, 2023 4:00 pm
  • Updated:April 20, 2023 4:18 pm  

অর্ণব আইচ: লক্ষ্মীবারে ফের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের দ্বৈরথ। আলিপুর আদালতে দাঁড়িয়ে কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তাপসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রায় ৫০০ কোটি টাকা কুন্তল তুলেছেন বলেই দাবি তাপসের। তাঁকে পালটা জবাব দিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতাও।

আলিপুর আদালতে তাপস মণ্ডল দাবি করেন, “আগে আমি বলেছিলাম ১০০ কোটি টাকার খেলা। এখন শুনছি ৫০০ কোটি টাকার খেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কুন্তল টাকা তুলেছেন। ওই টাকা হাওয়ালায় খাটাচ্ছেন। জেলে বসে টাকা খাটাচ্ছেন।” কুন্তল ঘোষ বারবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সে প্রসঙ্গেও মুখ খোলেন তাপস। তাঁর দাবি, “সব নাটক। ওর নাটক আপনারা জানেন না তো! শুধু দেখতে থাকুন। আরও অনেক নাটক দেখবেন।” তাপস মণ্ডলকে অবশ্য পালটা জবাব দিয়েছেন কুন্তল। আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, “ওঁর (তাপস মণ্ডল) মাথা খারাপ হয়ে গিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে’, আদালত চত্বরে দাঁড়িয়ে পার্থকে কটাক্ষ কুন্তলের]

এর আগেও একাধিকবার কুন্তলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাপস মণ্ডল। বহিষ্কৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছেন তিনি। তবে এবার এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছেন তাপস মণ্ডল, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দণ্ডি কাণ্ড: ‘জেলার তৃণমূল নেত্রীকে আড়ালের চেষ্টা’, পুলিশ রিপোর্ট দেখে অসন্তুষ্ট সুকান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement