অর্ণব আইচ: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর। বৃহস্পতিবার তাঁর দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। শুক্রবার এই তল্লাশি অভিযান নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধলেন ধৃত কুন্তল ঘোষ। বললেন, “সিবিআইয়ের কাজ নেই তো খই ভাজ।”
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আদালতে তোলা হয়েছে ধৃত কুন্তল ঘোষকে। আদালতে পেশের সময় তাঁকে প্রশ্ন করা হয় দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি নিয়ে। সেই সময়ই সিবিআইকে আক্রমণ করেন কুন্তল। বলেন, “সিবিআইয়ের কাজ নেই তো খই ভাজ।” এর পরই জামিনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। কুন্তল ইতিবাচক কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, “দেখা যাক কী হয়।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবছর গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে জেলবন্দি তিনি। ধৃতদের তালিকায় রয়েছে একাধিক প্রভাবশালীর নাম। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের অংশ হিসেবেই বৃহস্পতিবার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘক্ষণ তল্লাশির পর খালি হাতেই ফিরেছেন আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.