ফাইল ছবি।
গোবিন্দ রায়: এবার চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
জেল থেকে তাঁকে হেনস্থা হচ্ছে বলে চিঠি লিখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন কুন্তল ঘোষ। তাঁর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও সিবিআই-কে যৌথভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্ট। ফলে আপাতত কলকাতা পুলিশ ওই মামলার তদন্তে অন্তর্ভুক্তি পাচ্ছে না।
বিচারপতি সিনহার ওই নির্দেশের ১৪ দিন পর এবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কুন্তল। তাঁর বক্তব্য না শুনেই কেন ওই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল, মামলায় সেই প্রশ্নই তুলেছেন কুন্তল। প্রসঙ্গত, বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় জেলবন্দি কুন্তল ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.