সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনে ছয় কেন্দ্রে ভরাডুবি শুধু নয়, একেবারে জামানত খুইয়েছে সিপিএম। শনিবার ভোটের ফল বেরিয়েছে। সেদিন তো বটেই, ২৪ ঘণ্টা পর রবিবারও এ নিয়ে ফের তৃণমূলের তীব্র কটাক্ষের মুখে পড়ল এই বাম দল। এবার শুধু কটাক্ষ নয়, তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সিপিএমকে নিয়ে একেবারে গান বেঁধে ফেলেছেন। নিজেই সেই গান পোস্ট করেছেন। তাতে কুণালকে সুর মিলিয়ে সিপিএমের উদ্দেশে ছড়া কাটতে শোনা যাচ্ছে, ‘মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙে না, সিপিএম শূন্য থেকে একে যায় না!’
আর জি কর ইস্যুকে সামনে রেখে পরপর নাগরিক আন্দোলন। সেই আন্দোলনের প্রভাব সিপিএম ভেবেছিল ভোটের ময়দানে এনে ফেলবে। কিন্তু মানুষ ভরসা রেখেছে লক্ষ্মীর ভাণ্ডারে, আবারও তাদের ভোট ঢেলে দিয়েছে তৃণমূলকে। ফলে সোশাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা করতে করতে কার্যত তাতে নিজেরাই বন্দি হয়ে গিয়েছে। তাতে ভোটের ফল বেরনোর পরপরই সিপিএমকে কটাক্ষ করেছিল তৃণমূল। এমনকী, অরিজিৎ সিংয়ের গান ‘আর কবে’-র শব্দ ধার করে কুণাল আচমকাই সরাসরি সম্প্রচারে গেয়ে উঠেছিলেন, ‘আর কবে আর কবে, সিপিএম শূন্য থেকে এক হবে!’ রবিবার তার ২৪ ঘণ্টা পর ফের কুণালের নিশানার মুখে পড়ল সিপিএম। যা মুহূর্তে ভাইরাল।
মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না
সিপিএম শূন্য থেকে একে যায় না.. pic.twitter.com/4X8RJoGSFL— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 24, 2024
একের পর এক নির্বাচন যাচ্ছে আর বামেরা শূন্য থেকে মহাশূন্যের পথে যাচ্ছে বলে লাগাতার তৃণমূলের আক্রমণের মুখে পড়েছে। ভোট শতাংশের হারও ক্রমশ তলানির দিকে। শনিবার উপনির্বাচনের ফলাফলেও তার ব্যতিক্রম হল না। তারপরই রাজনৈতিক মহলে কটাক্ষ শুরু হয়েছে কীভাবে আর সিপিএম শূন্য থেকে একে উঠবে। এমনকী, তার জন্য রাজ্য সম্পাদক পদে মহম্মদ সেলিমকে সরিয়ে নতুন করে কাউকে আনার দাবি হাসতে হাসতেই তুলেছেন তৃণমূলের কুণাল। এবার তাতে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়নি। নকশালের সঙ্গে বৃহত্তর বাম ঐক্যের প্রস্তাব মেনে শরিকি ঐক্য গড়েছে সিপিএম। তার পরও ফলে কোনও হেরফের হয়নি। দ্বিতীয়ও হয়নি। আইএসএফের পর তারা কোথাও হয়েছে তৃতীয়, কোথাও চতুর্থ। তার পরই কুণাল ছড়া কেটে গেয়ে ফেললেন, ‘মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙে না। সিপিএম শূন্য থেকে একে যায় না!’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.