Advertisement
Advertisement
Kunal Ghosh

‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, সারদা মামলায় শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণালের

শুভেন্দুর পালটা সিবিআইকে চিঠি দিয়েছেন কুণালও।

Kunal Ghosh throws open challenge to Suvendu Adhikari in Saradha Scam | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 22, 2023 4:58 pm
  • Updated:July 22, 2023 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা মামলায় এবার কুণালের চাপ শুভেন্দুকে। একদিন আগেই সারদা নিয়ে সিবিআইকে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সারদা তদন্তে গতি বাড়ানোর দাবি তোলেন তিনি। তার পালটা কুণাল এবার বিরোধী দলনেতাকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। বললেন,”আসুন তদন্তে সহযোগিতার স্বার্থে যৌথ জেরায় অংশ নিই।”

বস্তুত, সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত শুভেন্দু নিজেই। কিছুদিন আগে প্রেসিডেন্সি জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ করেছেন। সেই চিঠি নিয়ে তদন্ত চলছে। অথচ এরই মধ্যে শুভেন্দু আবার সিবিআইকে মামলার তদন্তে গতি এনে কিংপিনকে গ্রেপ্তার করার দাবি তোলেন। অভিযোগ করেন, ওই চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

[আরও পড়ুন: বদলা চাইছে ‘মৃত’ জঙ্গি! খলিস্তানিদের হিটলিস্টে শাহ-জয়শংকর]

শুভেন্দুর সেই চিঠিকে স্রেফ নাটক বলে পালটা টুইট করলেন কুণাল। বললেন,”সারদা কেলেঙ্কারির (Sarada scam) বিষয়ে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমি ইতিমধ্যে কয়েকটি চিঠি জমা দিয়েছি। এবং শুভেন্দুর চিঠির নাটকের প্রতিক্রিয়া জানিয়ে, এটা তাঁর কাছে আমার খোলা চ্যালেঞ্জ, আসুন তদন্তে সহযোগিতা করার জন্য একটি যৌথ জিজ্ঞাসাবাদে অংশ নিই।” কুণালের (Kunal Ghosh) এই পালটা চাপের কোনও জবাব এখনও শুভেন্দু শিবির থেকে আসেনি।

[আরও পড়ুন: কীভাবে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস? অবশেষে প্রকাশ্যে রিপোর্ট]

বস্তুত, ২০২০ সালের ১ ডিসেম্বর জেলে বসে মুখ্যমন্ত্রীকে যে চিঠি সুদীপ্ত সেন লিখেছিলেন, সেই চিঠি মামলা নিয়েই শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন কুণাল। শুভেন্দুকে গ্রেপ্তার করার দাবিতে তিনিও সিবিআইকে চিঠি লিখেছেন। নিজের টুইটে সেই চিঠির প্রতিলিপিও তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রাজ্য পুলিশ সেই মামলার তদন্তও করছে। স্বাভাবিকভাবেই কুণালের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করাটা শুভেন্দুর জন্য বেশ কঠিন কাজ হবে বলেই মত রাজনৈতিক মহলের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement