Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

‘দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?’, ইস্তফা দিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা কুণালের

'সবটা আরেকবার ভেবে দেখুন।', X হ্যান্ডলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে বার্তা কুণাল ঘোষের।

Kunal Ghosh taunts Abhijit Gangopadhyay just after he resigns from the post of Justice
Published by: Sucheta Sengupta
  • Posted:March 5, 2024 12:22 pm
  • Updated:March 5, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বঘোষণামতো নির্ধারিত সময়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এবার রাজনীতির ময়দানে তাঁর নয়া ইনিংস শুরু হচ্ছে। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি হয়ত পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবেন। তবে বিচারপতির পদ থেকে ইস্তফা (Resign) দিতেই তাঁর উদ্দেশে সোশাল মিডিয়ায় বার্তা পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর সাফ প্রশ্ন, ‘দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?’ একাধিক প্রসঙ্গ উল্লেখ করে কুণাল ঘোষের এই বার্তায় আগাগোড়া শ্লেষের ছোঁয়া।

বিচারপতি থাকাকালীন রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেসব নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh) কার্যত তাঁকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”অবসরের বেশিদিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।” রবিবার নিজের অবসরের কথা ঘোষণার সময়ে এসব প্রসঙ্গ টানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য ছিল, ”ক্ষমতাসীন দলের নেতারাই আমাকে বার বার চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, রাজনীতির ময়দানে নেমে লড়ে দেখান। তাঁরাই আমাকে এই জায়গায় আসতে বাধ্য করেছেন। আমি তাই আসছি।” তাঁর সিদ্ধান্তের পর রাজনীতির ময়দানে স্বাগত জানিয়েও খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: মোদি, যোগীকে খুনের হুমকি! ভিডিও বার্তার সূত্র ধরে অভিযুক্তের খোঁজে পুলিশ]

শোনা যাচ্ছে, এবার লোকসভা ভোটেই সরাসরি রাজনীতির ময়দানে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির হাত ধরে তমলুক (Tomluk) কেন্দ্র থেকে লড়াই করবেন। এই জল্পনার মাঝেই তাঁর উদ্দেশে কুণাল ঘোষের সোশাল মিডিয়া পোস্ট, ”অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন? মনে রাখুন, 1) শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI. তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন? 2) শুভেন্দু বলেছিল নারদা কেসটি ‘প্রমাণিত’ সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার ভাষা। আপনি এসবে নেমে পড়লেন? সবটা আরেকবার ভেবে দেখুন।”

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement