Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh supports Dilip Ghosh

‘রাতে তোলাবাজি করে শুভেন্দু উঠতে পারে না’, মর্নিং ওয়াক তরজায় দিলীপের পাশে কুণাল

হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে আগেই খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Kunal Ghosh supports Dilip Ghosh, slams Suvendu Adhikari । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2022 5:38 pm
  • Updated:December 15, 2022 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্নিং ওয়াক নিয়ে বিজেপি শিবিরে গৃহদাহ চলছে। হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে আগেই খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় বিধায়কের কটাক্ষের পালটা জবাবও দিয়েছিলেন দিলীপ। বৃহস্পতিবার কার্যত হেসে উড়িয়ে দিলেন দিলীপ। তবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ।

প্রাতঃভ্রমণ নিয়ে তরজার সূত্রপাত গত সোমবার। ওইদিন হাজরায় সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঞ্চ থেকে নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন। বলেন, “আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি গিমিকে বিশ্বাস করি না। আমি মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়ায় স্টেটমেন্ট করি না। যা বলি ভেবে বলি।” নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথমে ফোঁস করে ওঠেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছিলেন, “কে, কোথায় কী বলছেন। কী যায় আসে? মর্নিং ওয়াক করতেও দম লাগে।” বৃহস্পতিবার সকালে যদিও শুভেন্দুর মর্নিং ওয়াক খোঁচাকে বিশেষ গুরুত্ব দেননি দিলীপ। কার্যত হেসে উড়িয়ে দেন। সংবাদমাধ্যম প্রচার করে বলেই শুভেন্দু বলছেন, মত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।

Advertisement

[আরও পড়ুন: ‘নির্বাচন বন্ধ অগণতান্ত্রিক’, মেডিক্যালের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের নিন্দা অপর্ণা সেনের]

তবে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “অন্ধকারের কীট শুভেন্দু। ও রাত পর্যন্ত বোমাবাজি, তোলাবাজির হিসাব করে। সকালে উঠতে পারে না। তাই দিলীপবাবুর মর্নিং ওয়াক নিয়ে যা তা বলছে।”

দিলীপ ঘোষ নিয়মিত মর্নিং ওয়াক করেন। ইকো পার্কে হাঁটাহাটি শেষে নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন। রাজনৈতিক দলের নেতারা অনেকে নিয়মিত শরীরচর্চার জন্য দিলীপের প্রশংসা করেন। রাজভবনের আলাপচারিতায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিলীপের প্রশংসা করেছিলেন। তবে সেই মর্নিং ওয়াক নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছবে তা আর কে-ই বা জানত।

[আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে বসে স্বামী-স্ত্রী! মধুচক্রের অভিযোগে নন্দীগ্রামে তাণ্ডব বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement