সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) গ্রেপ্তারির পরই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। টুইটে শাসকদল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পালটা চক্রান্তের তত্ত্ব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
মঙ্গলবার রাতে ম্যারাথন জেরার পরই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। তারপরই একটি টুইট করেন শুভেন্দু অধিকারী। সেখানেই মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের একাধিক সদস্যকে নিশানা করেন তিনি। শুভেন্দুর কথায়, “হৃদয়ে পৌঁছে গিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার উচিত না থেমে মাথায় পৌঁছনো।” এই গ্রেপ্তারি প্রসঙ্গে বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে।”
Sujay Krishna Bhadra aka “Kalighat-er Kaku” Arrested.
The long arm of the Law is finally reaching towards the masterminds & the biggest beneficiaries.
NO ONE WILL BE SPARED. THE HIGH & MIGHTY WILL GO TO JAIL.
TIME IS TICKING…Know the Associates of “Kalighat-er Kaku”:- pic.twitter.com/MDUtpKe1CU
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 30, 2023
তবে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারির পিছনে বড়সড় চক্রান্তের দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইটে লেখেন, “বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো? তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে।” একই দাবি করেছেন জয়প্রকাশ মজুমদারও। অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারির নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
বায়রন @AITCofficial এ যোগ দেওয়াতে কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো? তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 30, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.