ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর পাশে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল (TMC)। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। যদি জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়, তাহলে শুভেন্দু নয় কেন? তাঁর বিরুদ্ধে তো সারদা, কাঁথি পুরসভায় আর্থিক তছরূপের একাধিক মামলা রয়েছে। X হ্যান্ডলে ইডি-সিবিআইয়ের প্রতি এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Respected CBI & ED officers,
Why are u silent related to these Saradha documents?
These are all related to Contai Municipality, Saradha and Adhikaries.
Ld court has forwarded the history with allegation letter to CBI.
But why CBI is silent?
Suvendu Adhikari should be arrested. pic.twitter.com/bUWY6MQuZI— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 27, 2023
কাঁথি পুরসভার (Contai Municipality) একাধিক আর্থিক দুর্নীতির তথ্যপ্রমাণ সামনে এনে বরাবরই সরব হয়েছে তৃণমূল। শ্মশানের টেন্ডার নিয়ে আর্থিক তছরূপের অভিযোগের তির উঠেছিল শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। দুর্নীতির অঙ্ক ছিল কমবেশি দেড় কোটি টাকা। তিনি সেসময় পুরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে পদত্যাগ করেন। এ নিয়ে তদন্তের আওতায়ও পড়েছিলেন সৌমেন্দু। তৃণমূলের অভিযোগ, এর নেপথ্যে শুভেন্দুর মদত রয়েছে। তা নিয়ে ফের প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।
ইডি-সিবিআইয়ের উদ্দেশে X হ্যান্ডলে তৃণমূলের মুখপাত্র প্রশ্ন তুলেছেন, ”আপনারা কেন সারদার নথি নিয়ে নীরব? কাঁথি পুরসভা, সারদা এবং অধিকারীদের দুর্নীতির একইসঙ্গে জড়িত। আদালতও এসব নথি-সহ সিবিআইয়ের কাছে অভিযোগপত্র পৌঁছে দিয়েছে। তার পরও কেন চুপ সিবিআই? শুভেন্দুকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।”
দুপুরে সাংবাদিক বৈঠক করেও একই বিষয় নিয়ে সরব হন কুণাল ঘোষ। তিনি বলেন, ”রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি সম্পূর্ণ পরিকল্পিত চিত্রনাট্যে ইডিকে দিয়ে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করাল। মিথ্যার উপর দাঁড়িয়ে এই কাজ। বিজেপি দেখতে পাচ্ছে, বাংলায় জমি ক্রমশ হারাচ্ছে। গতকালও কোতুলপুরের বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ এখানে পুজো কার্নিভ্যাল। সামনে লক্ষ্মীপুজো। এই সময় বিজেপি আবারও এজেন্সি পলিটিক্স শুরু করল।”
কুণাল ঘোষের আরও প্রশ্ন, ”রেশনে খারাপ জিনিস দেওয়া হয়েছে, এমন কখনও কোনও অভিযোগ উঠেছে? বিনামূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবাইকে রেশন দেন। সেই রেশন দুর্নীতির অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের মতো সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হল। অথচ সারদা কাণ্ডে এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে কি দেখতে পাচ্ছে না ইডি, সিবিআই?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.