Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

‘ইনকিলাব জয় শ্রীরাম, মুখোশধারী রামবামের ব্রিগেড’, সোশাল মিডিয়ায় খোঁচা কুণালের

কুণাল ঘোষের আরও খোঁচা, 'মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির।'

Kunal Ghosh slams Brigade rally of left front as alliance with BJP
Published by: Sucheta Sengupta
  • Posted:April 20, 2025 3:15 pm
  • Updated:April 20, 2025 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটের পর থেকেই বামেদের সঙ্গে গেরুয়া শিবিরের সমীকরণ ধীরে ধীরে বদল হয়েছে। শাসকদল তৃণমূলের বিরোধিতায় লাল পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় ফেরানো কার্যত অসম্ভব, তা বুঝে বহু বাম কর্মী, সমর্থক ভোটদানের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। তৃণমূলকে ধরাশায়ী করতে পদ্মে ভোট দিতে দ্বিধা করেননি। একুশের পর থেকে একাধিক নির্বাচনে তা প্রমাণও হয়ে গিয়েছে ভোটের অঙ্কে। এই আবহে ভরা বৈশাখে সিপিএমের চার গণসংগঠনের আয়োজিত ব্রিগেড সমাবেশ নিয়ে সোশাল মিডিয়ায় খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাস্তব চিত্র তুলে ধরে তাঁর কটাক্ষ, ‘ইনকিলাব জয় শ্রীরাম, এটা মুখোশধারী রামবামের ব্রিগেড (Brigade)।’

 

Advertisement

সোশাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, ”আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা 99%ই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির। এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।” এরপর তিনি একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় বুথে বসা এক এজেন্ট কীভাবে বামপন্থী কর্মী হয়েও বিজেপিকে জেতানোর চেষ্টা করবেন বলে প্রকাশ্যেই জানাচ্ছেন। আর এই ভিডিওর শিরোনামে তাঁর খোঁচা, ‘ইনকিলাব জয় শ্রীরাম।’

আসলে, আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বামেরা প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে। তবে বাংলার ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ের প্রতিপক্ষ হিসেবে একই আসনে বসানো হয়েছে তৃণমূল ও বিজেপিকে। তৃণমূলের জনদরদী প্রকল্পের সুবিধার কথা বাদ রেখে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাকেই প্রচারের হাতিয়ার করেছে বামেরা। আর তার নিরিখেই পালটা কটাক্ষ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement