Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

সারদার আরও একটি মামলায় স্বস্তি, কুণালকে নির্দোষ ঘোষণা আদালতের

এর আগে ২০২২ সালে সারদার আরেকটি মামলায় স্বস্তি পান কুণাল ঘোষ।

Kunal Ghosh relieved from another Saradha case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2024 1:23 pm
  • Updated:February 8, 2024 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদার আরও একটি মামলায় স্বস্তি পেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এমপি এমএলএ বিশেষ আদালত। দীর্ঘ শুনানির পর অবশেষে এই মামলাটিতে বৃহস্পতিবার জয় পেলেন তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলেই রায় দেয় আদালত।

গত ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানার মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘদিন ধরে শুনানি চলে। কুণালের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী। বৃহস্পতিবার এমপি এমএলএ আদালতের বিচারক জয়শংকর রায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নির্দোষ বলে ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলেই রায় দেয় আদালত। এদিন নিজের দোষ স্বীকার করে নেন সুদীপ্ত সেন। ৪০৬ (প্রতারণা) ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর। ইতিমধ্যে সুদীপ্ত সেন তার বেশি সময় জেলবন্দি। তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করে, মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির জল বোর্ডের দুর্নীতির টাকা যেত আপের নির্বাচনী তহবিলে, চাঞ্চল্যকর দাবি ইডির]

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সারদার আরেকটি মামলায় স্বস্তি পান কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের সিট প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে। সেই মামলা খারিজ করে দেয় এমপি এমএলএ আদালত। যে ধারায় মামলাগুলি করা হয়েছিল, তাতে কুণাল ঘোষের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেই জানিয়েছিলেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। লক্ষ্মীবারে আরও একটি মামলাতেও স্বস্তি তৃণমূল নেতার।

[আরও পড়ুন: নতুন করে ফের উত্তপ্ত সন্দেশখালি, মহিলাদের বিক্ষোভের মুখে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement